বাংলা হান্ট ডেস্ক : টানা কয়েক মাস ধরেই শেয়ারবাজারের অবস্থা সঙ্গীন৷ প্রতিদিনই শেয়ার বাজারে ধস নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল৷ যদিও মাঝে কয়েকটা দিন সেনসেক্সের পারদ চড়েছিল কিন্তু তার পর আবারও যাকে তাই অবস্থা৷ তবে উত্সবের মরসুমেই এল সুখবর৷ অর্থনৈতিক সংকটের মধ্যেই বৃহস্পতিবার শেয়ার বাজারের পারদ ঊর্ধ্বমুখী৷ সকালে শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই সেনসেক্স পৌঁছল দৌড় গতিতে৷ 293 পয়েন্ট বেড়েছে সেনসেক্স৷ যার ফলে সেনসেক্সের মাত্রা গিয়ে দাঁড়ায় 40, 344 এ৷
শুধুমাত্র সেনসেক্সের মাত্রা বাড়াই নয় নিফটিও বেড়ে গিয়েছে৷ 0.55 হারে নিফটি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে৷ যদিও দিওয়ালির পর থেকে শেয়ার বাজার ক্রমশই ঊর্ধ্বমুখী ছিল৷ কিন্তু দিওয়ালির আগে অবধি শেয়ার বাজারের অবস্থা খুব একটা ভাল ছিল না৷ তবে আজ শেয়ার বাজারের পারদ চড়ায় বিপুল অঙ্কের বিদেশি বিনিয়োগ এক দিকে যেমন বেশি হয়েছে ঠিক তেমনই দেশীয় সংস্থাগুলির ক্ষেত্রেও বেশি বিনিয়োগ সম্ভব হয়েছে৷
তবে শেয়ার বাজারের পারদ ছড়ায় দেশের অন্য বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার দর চড়ে যায়৷ ছাড়াও অন্যান্য ব্যাংকের মধ্যে এইচডিএফসি আইসিআইসিআই এবং ইনফোসিস আইসিটি সান ফার্মা ব্যাঙ্কের ক্ষেত্রেও শেয়ার বাজার ঊর্ধ্বমুখী ছিল৷ তবে হঠাত্ করেই শেয়ার বাজার এ ভাবে ঊর্ধ্বমুখী হওয়ায় যথেষ্টই খুশি অর্থনীতি মহল৷
কয়েক মাস ধরে করপোরেট রেট কম থাকার কারণেই শেয়ার বাজারে লাভের মুখ দেখা গিয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা৷ যেহেতু চলতি আর্থিক বছরে সংকট দেখা গিয়েছিল তাই জিএসটিতে রদবদল আনার পাশাপাশি কর্পোরেট রেট অনেকটাই কমানো হয়েছে আর তাতেই চাঙ্গা হয়েছে শেয়ার বাজার৷