প্রাতঃভ্রমনে বেড়িয়ে পেট্রোল চালিত গাড়ি নিয়ে বোটানিক্যাল গার্ডেনে ঢুকলেন রাজ্যপাল, জোর বিতর্ক রাজ্য জুড়ে

বাংলা হান্ট ডেস্ক :  দূষণ নিয়ন্ত্রনে বার বার সতর্ক করা হচ্ছে দেশবাসীকে। দূষণ রোধ করার জন্য একাধিক নিয়ম চালু করছে কেন্দ্রীয় সরকার। তাইতো পেট্রোলের বদলে এবার ব্য়াটারি চালিত গাড়ি চালানোর দিকে নজর দিচেছ কেন্দ্র, কিন্তু এবার দূষণ রোধের নিয়ম ভাঙলেন স্বয়ং প্রশাসনিক প্রধান। প্রাতঃভ্রমনে বেরিয়ে পেট্রোল চালিত গাড়ি নিয়ে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে বিতর্কে জড়ালেন খোদ রাজ্যপাল।hqdefault 3

যে গার্ডেনে শুধুমাত্র সবুজের ছোঁয়া সেখানে ব্যাটারি চালিত গাড়ি চালা প্রবেশ নিষেধ। অথচ প্রোটকল ভেঙে সেই স্থানেই প্রবেশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর  সেই ইস্যুকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগ উঠল।মঙ্গলবার সকাল ৬টা বেজে ৫৮ মিনিটে হঠাত্ই প্রাতঃভ্রমনে বেরিয়ে প্রাতঃভ্রমনের পোশাকে রাজভবন থেকে বোটানিক্যাল গার্ডেনে যান সস্ত্রীক রাজ্যপাল।

এমনকি সেখানকার নিরাপত্তারক্ষী থেকে কর্মীদের সঙ্গে কথাও বলেন, তবে তিনি কিভাবে নিয়ম না জানলে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করলেন, নিরাপত্তা রক্ষীরা কি তাঁকে বাধা দেয়নি, এরকম অনেক প্রশ্নই ঘোরাফেরা করছে। যদিও এ প্রসঙ্গে সেভাবে কিছুই বলতে চাননি রাজ্যপাল। তবে সাংবাদিকদের মুখেমুখি হয়ে রাজনৈতিক অস্যু নিয়ে মন্তব্য করেছেন।

রাজ্যে শান্তির উদ্দেশ্যে কাজ করতে হবে, তাই সকলকে এগিয়ে আসার বার্তা দেন তিনি। যদিও কয়েকদিন আগে প্রাতঃভ্রমনে গিয়ে রবীন্দ্র সরোবরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুর চড়িয়েছিলেন তিনি।

 

 

 

 

সম্পর্কিত খবর