বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে সর্বাধিক চর্চিত রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম একজন হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেবল বাংলাই নয়, জাতীয় রাজনীতিতেও তার জনপ্রিয়তা অনেকটাই। সাম্প্রতিক সময়ে দলে বয়সের উর্দ্ধসীমা নিয়ে বেশ কয়েকবার মন্তব্য করেছেন অভিষেক। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার মতদ্বৈততার বিষয়টিও সামনে এসেছে। শনিবার আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকরেও বয়সনীতি নিয়ে নিজের পূর্ব অবস্থানেই অনড় থাকলেন নেতা। পাশাপাশি নিজে কবে অবসর নেবেন সেই সময়ও জানিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি।
বরাবরই অভিষেক মনে করেন অন্য সকলের পেশার মতো রাজনীতিতেও অবসরের বয়স নির্দিষ্ট থাকা উচিত। নিজের জন্যও তার একই রুল। সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, ৬০ বছর বয়স হওয়ার আগেই তিনি রাজনীতি থেকে সরে যাবেন। অর্থাৎ ৬০ বছরের বেশি তিনি রাজনীতি করবেন না। পাশাপাশি অভিষেক এটাও বলেন সে সময় এখন থেকে ৫, ১০ বা ১২ বছর পরেও আসতে পারে বলে জানিয়েছেন অভিষেক।
অভিষেকের মতে ৬৫ বছর হল অবসরের ঊর্ধ্বসীমা। রাজনীতি অবসরের বয়স কখনওই ৬৫ বছরের ঊর্ধ্বে নয়। তবে নিজের অবসরের কথা বলতে গিয়ে সাংসদ বলেন, ‘‘আমি ৬০ বছরের বেশি আমি রাজনীতি করব না।’’ সেই আগের জায়গাতে দাঁড়িয়েই অভিষেক বলেন, ‘‘বয়স বাড়লে কর্মক্ষমতা কমে। সেটা সিনেমা, খেলার মতো রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য।’’
তবে সব ক্ষেত্রেই যে কিছু ব্যতিক্রম থাকে সেকথাও অস্বীকার করেননি অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন” আমি কিন্তু বয়ঃসীমার কথা বলতে গিয়ে এটা বলতে চাইনি যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিতে হবে! মমতা বন্দ্যোপাধ্যায় এখনও যে কোনও তরুণের মতোই পরিশ্রম করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম। সব জায়গাতেই ব্যতিক্রম থাকে।”
আরও পড়ুন: শান্তনু সহ বাদ তিন! রাজ্যসভা ভোটের প্রার্থিতালিকা ঘোষণা করল তৃণমূল, কারা পেলেন জায়গা?
এই প্রেক্ষিতে তার মুখে উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গও। অভিষেক বলেন, “রাজনীতিতে আমার বিপক্ষ হলেও প্রধানমন্ত্রী ৭৩ বছর বয়সেও ১২-১৩ ঘণ্টা পরিশ্রম করেন। ৮০ বছর বয়সে অমিতাভ বচ্চন এখনও কাজ করছেন। ধোনি ৪০ পেরিয়ে যাওয়ার পরও আইপিএল খেলছেন এবং জিতছেনও।’’
মমতা – মোদী ব্যতিক্রম হলেও তিনি এখনও নিজেকে সেই ‘ব্যতিক্রমী’দের তালিকায় রাখছেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন অভিষেক। কেন নিজেকে সেই তালিকায় রাখছেন না সেই ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, ‘‘আমাকে তো নিজেকে উদাহরণ হতে হবে! আমি দলে যে নীতি চালু করার চেষ্টা করছি, নিজে সেই নীতি নিজে না মানলে চলবে কী করে?’’