বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই একাধিক নতুন মেগা নিয়ে হাজির হয়েছে স্টার জলসা (Star Jalsa)। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় দেখা যাচ্ছে ‘মেয়েবেলা’ ধারাবাহিক। দীর্ঘ আট বছর পর এই ধারাবাহিকের হাত ধরে ফের অভিনয় জগতে পা রেখেছেন রূপা গাঙ্গুলী (Rupa Ganguly)। এই ধারাবাহিকে শাশুড়ির চরিত্রে ধরা দিয়েছেন তিনি।
সদ্য এই সিরিয়াল পথচলা শুরু করলেও ইতিমধ্যেই দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে ‘মেয়েবেলা’। ধারাবাহিকে ফুটে উঠেছে উত্তর কলকাতার মধ্যবর্তী একান্নবর্তী পরিবারের গল্প। তিন প্রজন্মের মেয়েদের কথা নিয়ে গল্প সাজিয়েছেন নির্মাতারা। এই ধারাবাহিকে রুপা গঙ্গোপাধ্যায়ের বৌমার চরিত্রে দেখা যাচ্ছে স্বীকৃতি মজুমদারকে। ছেলের চরিত্রে অভিনয় করছেন ‘বসন্তবিলাস মেসবাড়ি’ খ্যাত অর্পণ ঘোষাল।
এই ধারাবাহিকে দর্শকদের সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘অথৈ’ চরিত্রটি। অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্যকে দেখা যাচ্ছে এই চরিত্রে অভিনয় করতে। এই ধারাবাহিকের হাত ধরেই সিরিয়াল জগতের পা রাখলেন তিনি। আর প্রথম সিরিয়ালে অভিনয় করেই দর্শকদের নজরে এসে গিয়েছেন অথৈ। তবে জানেন কি তার বাস্তব জীবন?
জানা যাচ্ছে, সিরিয়ালে অভিনয় না করলেও একজন বড় মাপের অভিনেত্রী শ্রেয়া। কলকাতাতেই জন্ম কলকাতাতেই বেড়ে ওঠা। গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে পড়াশোনা করেছেন তিনি। স্নাতক পাস করেছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে। সিরিয়াল জগতে অভিনয় করার আগে বহু ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এমনকি টলিউডেও কাজ করে ফেলেছেন তিনি।
‘কৃষানু কৃষানু’, ‘ব্যোমকেশ’, ‘টাইম আপ’, ‘উলট পুরান’, ‘ভিঞ্চি ভারতী একাডেমি’, ‘একেন বাবু’ সহ একাধিক সিরিজে দেখা পাওয়া গেছে তাঁর। এছাড়াও টলিউডের একাধিক ছবিতেও দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋত্বিক মুখার্জির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শ্রেয়া ভট্টাচার্য।