জখম পা নিয়েই লোলুপ চোখে স্বল্পবসনা নর্তকীকে দেখছিলেন রাহুল? এবার কড়া প্রতিক্রিয়া স্ত্রী আথিয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আথিয়া শেট্টি (Athiya Shetty) যিনি বর্তমানে লোকেশ রাহুলের (KL Rahul) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন, সম্প্রতি লন্ডনে তার স্বামীর স্ট্রিপ ক্লাবে যাওয়ার বিষয়ে ভুলভাল খবর তৈরি করার জন্য মিডিয়ার প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনেকেই হয়তো জানেন যে ভারতীয় তারকা ব্যাটার বর্তমানে উরুর অস্ত্রোপচার করিয়েছেন এবং সেই সূত্রেই ইংল্যান্ডে রয়েছেন।

লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন রাহুল। আইপিএল খেলতে খেলতে আচমকা ছিটকে গিয়ে আপাতত ইংল্যান্ডে রয়ে গিয়েছেন তিনি। সেখানেই সম্প্রতি একটি নাইট ক্লাবে গিয়ে ভারতের তারকা ক্রিকেটার এমন একটি কান্ড করেছেন বলে দেখা গিয়েছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা অব্যাহত। নিজের স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে ওই ক্লাবে গিয়ে এক পোল ডান্সারের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন লোকেশ রাহুল।

একটি অস্পষ্ট ভিডিও দেখে এমনটাই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু সংখ্যক ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে। ঘটনাটি সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয় রাহুলকে। সদ্য বিবাহিত হয়েছেন, দীর্ঘদিন ফর্মে নেই, চোটের কারণে এখন মাঠেও নামতে পারছেন না। তাই বেশ কিছু ক্রিকেটপ্রেমী তাকে এইসব ব্যাপার নিয়ে কথা শোনায় এবং তার রুচি নিয়ে প্রশ্ন তোলে।

আর মিডিয়ার পরিবেশিত কিছু এমন রসালো খবর দেখেই চটে গিয়েছেন তার স্ত্রী আথিয়া। এই সময়ে নিজের স্বামীকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি টোপ দেখেছেন সেইসব ভক্তদের বিরুদ্ধে যারা এইসব ভুল খবর রটাচ্ছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি বক্তব্য পেশ করেছেন আথিয়া।

তিনি সেই বক্তব্যে লিখেছেন, “আমি সাধারণত এই সব বিষয়ে এড়িয়ে চলি এবং প্রতিক্রিয়া দেখায় না কিন্তু কখনো কখনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। রাহুল আমি এবং আমার বন্ধুরা নিয়মিত একটি জায়গায় যাই যেখানে আমরা সেদিনও গিয়েছিলাম। এতে বিতর্কের কিছুই নেই এবং পুরো ব্যাপারটা যাচাই না করে যা খুশি মন্তব্য না করাই ভালো। শান্তি এবং ভালোবাসা।” তবে তার এই মন্তব্য আপাতত ট্রোলারদের থামাতে পারেনি এই বিষয়টি নিয়ে মজা করা থেকে।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর