অভাবের তাড়নায় আইসক্রিম বিক্রি করে দিন কাটছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী অ্যাথলিটের

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ বিভিন্ন ক্ষেত্রের খেলোয়াড়দের জন্য সরকারের তরফ থেকে নানান পরিকল্পনা চালু করা হয়েছে। যদিও তাতেও সকলের কাছে যে সবরকম সুবিধা পৌঁছায় তা নয়। অভাবের তাড়নায় অনেক ক্রীড়াবিদ সাফল্য পাওয়ার আগেই হারিয়ে যান। তাদের জন্য যে সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে তা অনেকসময়ই তারা পান না। সম্প্রতি এমনই একটি ঘটনা সকলের সামনে উঠে এসেছে।

মধ্যপ্রদেশের রেওয়াতে সচিন সাহু নামক এক প্যারা অ্যাথলিট সাফল্য পাওয়ার পরেও ডুবে রয়েছেন দারিদ্র‍্যতার অন্ধকারে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে একসময় ব্রোঞ্জ জিতেছেন তিনি, কিন্তু অভাব কাটেনি। আজ তার আর্থিক অনটন এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে তাকে বাধ্য হয়ে রাস্তায় আইসক্রিম বিক্রি করতে হচ্ছে।

রেভা সচিন সাহু ২০ তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তার বাবা রাম নরেশ সাহু একজন লরি ড্রাইভার। তার বড় ভাইও তার বাবাকে এই কাজে সাহায্য করেন। খেলাধুলা প্রেমী সচিন নিজের কেরিয়ারে খেলাধুলা নিয়ে গড়তে চাইলেও তাকে প্রতি পদে পদে সম্মুখীন হতে হয়েছে নানা বিপত্তির।

যাবতীয় সুযোগ সুবিধার চূড়ান্ত অভাব সত্ত্বেও সচিন ২০ তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। কিন্তু তারপরও তাকে সরকারের কাছে সাহায্যর আবেদন করতে হচ্ছে। এখন দেখার সরকারি সাহায্য পেতে কদিন সময় লাগে, ততদিন সচিনের ভরসা তার আইসক্রিমের গাড়ি।

X