নড়বড়ে ইস্টবেঙ্গলকে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে পৌছানোই লক্ষ্য এটিকে মোহনবাগানের

বাংলার হান্ট নিউজ ডেস্ক: এটিকে মোহনবাগান শনিবার চলতি আইএসএলে মরশুমের দ্বিতীয় কলকাতা ডার্বি খেলতে মাঠে নামবে। মারগাওতে এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে তারা। লিগ টেবিলের একদম তলায় রয়েছে লাল হলুদ ব্রিগেড। তাই দ্বিতীয় ডার্বিতে ভাঙাচোরা এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফেভারিট হিসাবে মাঠে নামবে এটিকে মোহনবাগান।

atk mohun bagan 1720x1000

কলকাতার দুই জায়ান্ট গত মরসুমে আইএসএলে প্রবেশ করেছিল। তার আগেরবারের চ্যাম্পিয়ন এটিকে-র সাথে মার্জ হয়ে এটিকে মোহনবাগান রূপে আইএসএলে এসেছে সবুজ মেরুণ শিবির। নামে মোহনবাগান থাকলেও এটিকের গোটা দলটিই কার্যত এটিকে মোহনবাগান আকারে মাঠে নেমেছিল। এটিকের দক্ষ ম্যানেজমেন্ট ও একটি সেট টিম হাতে পাওয়ায় চূড়ান্ত লাভবান হয়েছিল এটিকে মোহনবাগান। অপরদিকে গত মরশুমে গড়িয়ে এই মরশুমে এসেও নিজেদের গুছিয়ে নিতে ব্যর্থ এসসি ইস্ট বেঙ্গল। লিগ টেবিলে তলানিতে থাকা দল যখন গতবারের রানার্স আপ-দের মুখোমুখি হবে কাল তখন জয়ের আশা নিয়ে টিভিতে চোখ রাখবেন না বেশিরভাগ সমর্থক। তবে দলের কাছ থেকে মরিয়া লড়াই আশা করবেন তারা।

এটিকে মোহনবাগান টিমে বিশেষ কিছু পরিবর্তনের আশা নেই। তিরি, হুগো বুমো, রয় কৃষ্ণা প্রথম একাদশে প্রায় নিশ্চিত। ম্যাচের আগে চতুর্থ বিদেশি নিয়ে সিদ্ধান্ত নেবেন নতুন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফার্নান্দো। অপরদিকে ইস্টবেঙ্গল কাল চেষ্টা করবে নিজেদের ডিফেন্সকে সুদৃঢ় রাখার। প্রেসির সাথে পেরিসেভিচ এবং মার্সেলো-কে নিয়ে প্রথম একাদশ সাজাতে পারেন লাল হলুদ কোচ মারিও রিভেরা। চতুর্থ বিদেশি হিসাবে ড্যারেল সিডল-কে মাঠে নামানো হতে পারে।

SC East Bengal

এই মরসুমে প্রথম ডার্বিটি ছিল সবুজ মেরুণ শিবিরের খুবই সহজ। অরিন্দম ভট্টাচার্য্যর জঘন্য গোলকিপিংয়ে কাজ আরও সহজ হয়ে গিয়েছিল লিস্টন কোলাসো-দের। গত ম্যাচে হায়দরাবাদের কাছে ৪-০ ফলে হারের মুখোমুখি হওয়ার পর অরিন্দম-কে ডার্বিতে খেলানো হবে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর