বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে বেশ চাপেই ছিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফের্নান্দো। শেষ ৩ ম্যাচে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল তার দল। দুর্বল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও লড়াই করে জিততে হয়েছিল। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জয়ের সুযোগ পেয়েও তা হাতছাড়া হয়েছিল। তারপর আরব সাগরের তীরে এফসি গোয়ার বিরুদ্ধে ৩-০ ফলে লজ্জার হার।
তাছাড়া গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছিল দলের তারকা বিদেশী জনি কাউকোর চোট পেয়ে গোটা মরশুম থেকে ছিটকে যাওয়া। তার ওপর ফর্মে থাকা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ। কাজেই যথেষ্ট চাপে ছিল সবুজ মেরুণ সমর্থকরাও।
কিন্তু হুগো বুমোর ১১ মিনিটের ট্যাপ ইন থেকে আজকের ম্যাচে ১-০ ফলে জয় পেল এটিকে মোহনবাগান। গোলের সুযোগ আরও এসেছিল। কিন্তু ব্যবধান আর বাড়েনি। এই জয়ের ফলে আপাতত ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগটেবিলে ৪ নম্বরে রইলো সবুজ মেরুণ শিবির।
তবে আজকের ম্যাচের শেষে মোহনবাগান সমর্থকদের নতুন করে চিন্তা বাড়িয়েছে ফরওয়ার্ড মানবির সিংয়ের চোট। পরের ম্যাচে তিনি নামতে পারবেন কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ম্যাচ শেষে চাপে থাকা ফুটবলারদের মুখে দেখা গিয়েছে স্বস্তির চিহ্ন।
তবে আজ খেলার একদম শেষে একটি পেনাল্টির আবেদনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। হায়দরাবাদ দাবি করেছিল যে ম্যাচের শেষ লগ্নে তাদের একটি যোগ্য পেনাল্টি থেকে বঞ্চিত করেছে রেফারি। যদিও ম্যাচ অফিসিয়াল রা সেই কথায় কর্নপাত করেননি। এই নিয়ে দুই দলের কোচের মধ্যে শেষ দিকে একটু বিবাদ হতে দেখা যায়।