বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ক্লাব ভারতসেরা হয়েছে আইএসএলের ট্রফি জিতে। ফুটবল দলের মালিক জানিয়ে দিয়েছেন যে আগামী বছর থেকে সামনে থেকে এটিকে উঠে যাচ্ছে এবং মোহনবাগান সুপারজায়ান্টস নাম নিয়ে প্রতিযোগিতাগুলিতে অংশ নিতে চলেছে দল। তাই সত্যি কথা বলতে এই মুহূর্তে সোনার সময় চলছে সবুজ মেরুন ভক্তদের। এরই মধ্যে আজ সুপার কাপে (Super Cup 2023) অভিযান শুরু করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দলের পারফরম্যান্স কেমন হয় সেদিকে চোখ রেখেছিলেন ভক্তরাও।
ভক্তদের হতাশ করেনি জুয়ান ফেরান্দোর দল। তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ গোকুলাম কেরালা কে তাদের ঘরের মাঠে রীতিমতো উড়িয়ে দিয়ে জয় পেয়েছে প্রীতম কোটালরা। আইএসএলে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই যেনো এই নতুন টুর্নামেন্টে নিজেদের যাত্রা আরম্ভ করেছেন তারা।
আজ কেরালার মাঠে কেরালার প্রতিপক্ষের বিরুদ্ধে তারা জয় পেয়েছে ৫-১ ফলে। আর গতবারের আই লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই জয় এসেছে দিমিত্রি পেট্রাটোস, বিশাল কায়েথদের মতো ফুটবলারকে প্রথম একাদশে না রেখেই। দুর্দান্ত পারফরম্যান্স করে আরও একবার সমর্থকদের মন জিতে নিয়েছেন প্রতিভাবান তরুণ ভারতীয় ফুটবলার লিস্টন কোলাসো।
আজ প্রথমার্ধে ৬ এবং ২৭ মিনিট নাগাদ দুটি অসাধারণ গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন কোলাসো। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে দলের তৃতীয় গোলটি করে ব্যবধান বাড়ান হুগো বুমো। এখানেই এটিকে মোহনবাগানের দাপট শেষ হয়নি। দ্বিতীয়ার্ধে কিয়ান নাসিরী এবং মনবীর সিং গোল করে জয়ের ব্যবধান আরও বাড়ান।
দ্বিতীয়ার্ধে গোকুলামের হয়ে সার্জিও গোল করে ব্যবধানে একটু কমিয়েছিলেন ৭২ মিনিট নাগাদ। কিন্তু ততক্ষণে ম্যাচ থেকে আর পাওয়ার কিছু ছিল না গোকুলামের। লিস্টনের মতো ফুটবলারের ফর্মে ফেরা যতটা স্বস্তি দেবে এটিকে মোহনবাগান ভক্তদের, ঠিক ততটাই স্বস্তি তারা পাবে ৩২৬ দিন পরে তাদের স্প্যানিশ ডিফেন্ডার তিরির প্রত্যাবর্তন। এরপরে আগামী শুক্র এবং মঙ্গলবার তাদের গ্রুপের পরবর্তী দুই প্রতিপক্ষ জামশেদপুর এবং গোয়ার মুখোমুখি হবে তারা।