নেভির বিরুদ্ধে জিতে কোয়ার্টারের আশা জিইয়ে রাখলো এটিকে মোহনবাগান, ছিটকে গেল ইস্টবেঙ্গল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভিকে ২-০ ফলে হারিয়ে দিল এটিকে মোহনবাগান। টানা দুটি ম্যাচে এগিয়ে গিয়েও জয় পায়নি তারা ডুরান্ডের শুরুর দিকে। রাজস্থান ইউনাইটেডের কাছে হারের পর মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে ড্র করেছিল সবুজ-মেরুন শিবির। কিন্তু পরপর দুটি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং ইন্ডিয়ান নেভিকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জন্য নিজেদের আশা বেশ ভালোভাবেই বাঁচিয়ে রাখলেন জুয়ান ফের্নান্দোর ছেলেরা।

আর আজকের ম্যাচের পর শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন। শেষ ম্যাচে যদি কোনভাবে মুম্বাই সিটি এফসিকে হারিয়েও দেয় ইস্টবেঙ্গল তা হলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৫, যা ইতিমধ্যেই টপকে গিয়েছেন লিস্টন কোলাসরা। ফলে ১৬ বারের ডুরান্ড জয়ী ইস্টবেঙ্গলকে গ্রুপপর্ব থেকেই ফিরে যেতে হবে।

abhishek atkmb

আজকের ম্যাচের কথা বলতে গেলে এটিকে মোহনবাগানের প্রশংসা করতে হয়। দুর্বল ইন্ডিয়ান নেভির সাথে একটি দুর্বল দলের মতোই ব্যবহার করেছেন সবুজ মেরুণ ফুটবলাররা। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে তারা আরও তেড়েফুঁড়ে আক্রমণ করেছিল, কিন্তু ব্যবধান বাড়েনি।

ডার্বি জয়ের পর আজ সম্পূর্ণ স্বদেশিদের দিয়ে একাদশ সাজিয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ। ১৮ মিনিটে লেনি রদ্রিগেজের গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। এটি ছিল চলতি প্রতিযোগিতায় সবুজ মেরুণ শিবিরের পঞ্চম গোল। এরপর তরুণ কিয়ান নাসিরি ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।

এটিকে মোহনবাগান প্রথম একাদশ:
বিশাল কায়েথ (গোলরক্ষক) সুমিত, মনবীর, রবি, হামতে, অভিষেক, প্রীতম, দীপক, লেনি, কিয়ান, ফারদিন


Reetabrata Deb

সম্পর্কিত খবর