বিশাল কাইথের গ্লাভসের দক্ষতায় ওড়িশার বিরুদ্ধে হার বাঁচালো এটিকে মোহনবাগান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ওড়িশা এফসির বিরুদ্ধে নিজেদের দশম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান। ম্যাচ যত শেষের দিকে গড়াচ্ছিল তত এই মৌসুমের পরিচিত স্ক্রিপটি দেখতে পাওয়ার আশা বাড়ছিল মেরিনার্সদের মনে। চলতি মরশুমে একাধিকবার শেষ মুহূর্তের গোলে কখনো ম্যাচ জিতেছেন কখনো বা হার বাঁচিয়েছেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। কিন্তু আজকের অ্যাওয়ে ম্যাচে আটকে গেল তারা।

ওড়িশা থেকে যে ১ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান ফিরতে পারছে, তার জন্য মূল কৃতিত্ব এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথের। তার দস্তানের দক্ষতায় বারংবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে গোল করতে ব্যর্থ হয় ওড়িশা এফসি। আরও একবার জুয়ান ফেরান্দোর লজ্জা বাঁচালেন তারকা গোলরক্ষক।

আজ এদিকে মোহনবাগানের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমাত্মক ফুটবল খেলার পরিকল্পনা করেছিল ওড়িশা এফসি কোচ জোসেফ গাম্বাউ। তার নীতি খুবই পরিস্কার গোটা টুর্নামেন্ট জুড়ে। কিন্তু তার দল শুধুমাত্র আটকে গেলো গোলরক্ষক বিশাল কাইথের সামনে। ফলে ভালো খেলেও মাত্র এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের।

আজ অবশ্য ম্যাচের ৭১ মিনিটে জালে বল জড়িয়ে দিয়েছিলেন দিয়েগো ব্রিটো। কিন্তু সেই গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। যদিও রিপ্লে দেখার পর লাইন্সম্যানের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থেকে যাবে। ৮৮ মিনিটে ব্রিটোর শটই আবার দুর্দান্তভাবে বাঁচিয়ে এটিকে মোহনবাগানের পতন রোধ করেন বিশাল।

ম্যাচ এরপর এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচের হাফহাব থেকে মনে হল যে তিনি এই ফলেই অত্যন্ত খুশি। আজ অবশ্য তাদের সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে ২৩ পয়েন্ট সহ হায়দরাবাদকে টপকে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে নিজেদের তুলে নেওয়ার। কিন্তু সেই সুযোগ হারিয়ে আপাতত হায়দ্রাবাদ এর থেকে দুই পয়েন্ট পিছিয়ে রইল এটিকে মোহনবাগান ১০ ম্যাচ খেলার পর। সমসংখক ম্যাচ খেলে এটিকে মোহনবাগানের থেকে এক পয়েন্টে পিছিয়ে ওড়িশা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর