ফের ঝটকা! বাড়তে চলেছে ATM থেকে টাকা তোলার খরচ, কবে থেকে কার্যকরী?

বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ টাকার প্রয়োজন হলে আজকাল অধিকাংশ ক্ষেত্রেই আমরা শরণাপন্ন হই এটিএমের। এবার এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সার্ভিস চার্জ বৃদ্ধি করতে চলেছে আরবিআই। এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার ক্ষেত্রে প্রতিমাসে নির্দিষ্ট সীমা অতিক্রম করে গেলে গ্রাহককে দিতে হয় এটিএম চার্জ (ATM Fee Hike)।

এটিএম চার্জ (ATM Fee Hike) বৃদ্ধি:

আগামী ১ মে থেকে সেই এটিএম চার্জ (ATM Fee Hike) ২ টাকা বৃদ্ধি করল আরবিআই। মাসিক সীমা অতিক্রম করে গেলে প্রতি ট্রানসাকশন পিছু এতদিন গ্রাহকদের এটিএম চার্জ বাবদ গুণতে হত ২১ টাকা। তবে শীর্ষ ব্যাংকের নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ মে থেকে সেই চার্জ ২ টাকা বৃদ্ধি পেয়ে হতে চলেছে ২৩ টাকা।

আরও পড়ুন : ‘তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না’! ফের বিস্ফোরক কাজল শেখ! নিশানায় অনুব্রত?

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ফিনান্সিয়াল ও নন-ফিনান্সিয়াল ট্রানসাকশন মিলিয়ে এখনকার মতোই গ্রাহকদের প্রতি মাসে ৫টি করে ফ্রি ট্রানসাকশনের সুবিধা প্রদান করা হবে। তবে এই নিয়ম প্রযোজ্য হবে শুধু গ্রাহকে নিজস্ব ব্যাংকের এটিএমের ক্ষেত্রেই। অন্য ব্যাংকের এটিএম থেকে ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে মহানগর এলাকার গ্রাহকরা মাসে তিনটি ও অন্যান্য নন-মেট্রো এলাকার গ্রাহকরা মাসে পাঁচটি  ফ্রি ট্রানসাকশনের সুবিধা পাবেন।

আরও পড়ুন : ১২টার পর থেকেই খেলা শুরু! আমূল বদলে যাবে আবহাওয়া, ৪ জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি

সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ১লা মে, ২০২৫ থেকে এটিএম (ATM) ইন্টারচেঞ্জ ফি ২ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। গত ১৩ ই মার্চ দেশের সকল সদস্য ব্যাংককে এই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এনপিসিআই।

ATM Fee Hike all over India.

এর আগে গত বছরও এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ স্টিয়ারিং কমিটির অনুমোদনে। ডোমেস্টিক ফিনান্সিয়াল ট্রানসাকশনের ক্ষেত্রে ১৯ টাকা এবং নন-ফিনান্সিয়াল ট্রানসাকশনের ক্ষেত্রে ৭ টাকা ফি লাগু করার সিদ্ধান্ত নেয় শীর্ষ ব্যাংক। আসন্ন নয়া অর্থবর্ষের দ্বিতীয় মাস থেকেই ফের একবার এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রভাবিত করবে দেশের লক্ষ লক্ষ ব্যাংক গ্রাহককে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X