কোমতে চলেছে এটিএম এর সংখ্যা!

 

বাংলা হান্ট ডেস্ক ঃ বর্তমানে এটিএম এর গ্রাহক নন এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু তাদের জন্য দুঃসংবাদ কমতে চলেছে এটিএম এর সংখ্যা। খরচ কমানোর জন্যই অনেক ব্যাংক এটিএম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যার ফলে শিগ্রহী সমস্যায় পড়তে চলবে সাধারণ মানুষদের।

আর বি আই তথ্য অনুযায়ী, দেশে এটিএম এর লেনদেন বাড়লেও এটিএম এর সংখ্যা গত দু’বছরে কমে গিয়েছে। এটিএম এর যে নতুন নিয়ম এসেছে তাতে পুরনো মেশিন গুলি চালানো সম্ভব নয়।

0ad91 img 20190517 132644

এছাড়াও ক্যাশ ম্যানেজমেন্ট সংক্রান্ত কোন নিয়ম জারি করা হয়েছে বলে জানা গিয়েছে তাই এটিএম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর