ATM থেকে তোলা Cash নিতে ভুলে গেছেন? চিন্তা নেই! এবার RBI যা আপডেট আনল…পুরো সেফ টাকা

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে অধিকাংশ মানুষ নগদ টাকা তুলে থাকেন এটিএম (ATM) থেকে। সময়ের সাথে প্রযুক্তির ছোঁয়ায় বড় বদল এসেছে ব্যাংকিং সিস্টেমে। তবে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ব্যাংক জালিয়াতি। সাম্প্রতিক অতীতে এমন বহু ঘটনা আমরা দেখেছি যেখানে প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকেই।

এটিএম (ATM) নিয়ে নয়া আপডেট 

তবে এবার ব্যাংক গ্রাহকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটিএম (Automated Teller Machine) থেকে টাকা তোলার সময় গ্রাহকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রিজার্ভ ব্যাংক নিয়েছে নতুন সিদ্ধান্ত। জালিয়াতি রুখতে ও গ্রাহকদের টাকা নিরাপদ রাখতে রিজার্ভ ব্যাংকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

If you want to withdraw cash from ATM, you will have to spend extra money.

নির্দেশিকা জারি করে রিজার্ভ ব্যাংক (RBI) জানিয়েছে, এটিএম (ATM) থেকে টাকা তোলার নিয়মে কিছু বদল আনা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) প্রথম এই ধরনের বদল এনেছিল ২০১৮ সালে। ২০২৪ সালের শেষ লগ্নে আরো কিছু বদল আনা হল গ্রাহকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য।

আরোও পড়ুন : মমতাকে অভিযোগ জানিয়েই কেল্লা ফতে! আবাসের পাকা বাড়ি পেল ৬২৭ পরিবার

এটিএম থেকে টাকা তোলার সময় যদি গ্রাহক টাকা নিতে ভুলে যান তাহলে সেই টাকা জালিয়াতদের হাতে যাবে না। এটিএম মেশিন থেকে টাকা বেড়ানোর পর যদি গ্রাহক টাকা নিতে ভুলে যান ৩০ সেকেন্ডের মধ্যে সেই টাকা আবার মেশিনে ফেরত চলে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী গ্রাহক এটিএম থেকে টাকা নিতে ভুলে গেলেও স্বয়ংক্রিয়ভাবে সেই টাকা মেশিনেই ফেরত যাবে।

ATM

টাকার অংক আবার ক্রেডিট করে দেওয়া হবে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে। নতুন এই নীতির ফলে অনেকটাই সুনিশ্চিত হবে গ্রাহকদের নিরাপত্তা। অনেক সময় দেখা যায় এটিএম থেকে অনেকেই টাকা নিতে ভুলে যান। সেক্ষেত্রে গ্রাহক এটিএম ছেড়ে চলে আসলে অন্য কেউ সেই টাকা আত্মসাৎ করেন। তবে এবার আর সেই ভয় থাকবে না। গ্রাহকের টাকা ৩০ সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ঢুকে যাবে মেশিনের ভিতরেই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর