মালদ্বীপে ভারতের যোগ দিবসের অনুষ্ঠানে হামলা, দোষীদের কড়া শাস্তির হুঁশিয়ারি রাষ্ট্রপতির

বাংলাহান্ট ডেস্ক : আজ সারা বিশ্বজুড়ে ধুমধাম করে পালন হচ্ছে যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালেই ঘোষণা করেছেন বিশ্ব শান্তির একমাত্র পথ হলো যোগ। সেই যোগ দিবসেই দেখা দিলো অশান্তির কালো মেঘ। যোগ দিবসের অনুষ্ঠানকে পণ্ড করতে মাঠে ঢুকে তাণ্ডব চালাল একদল চরমপন্থী। ঘটনাটি ঘটেছ মলদ্বীপে। জানা গিয়েছে মলদ্বীপের রাজধানি মালেতে অনুষ্ঠিত হয় যোগ দিবস। অনুষ্ঠান চলাকালীনই এই পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্তর্জাতিক সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে এক দল বিক্ষুব্ধ মানুষ উন্মত্ত অবস্থায় মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামের প্রাঙ্গণে প্রবেশ করে। তখন সেখানে চলছিল যোগব্যায়াম এবং ধ্যান। সকালের শান্ত পরিবেশকে নষ্ট করে যোগব্যায়াম ধ্যানে বাধা দিতে শুরু করে তারা।

জানা যাচ্ছে, যুব, ক্রীড়া এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন মন্ত্রকের সহযোগিতায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে যোগ এবং ধ্যানের এই অনুষ্ঠানটি চলছিল সেখানে। অভিযোগ সকাল সাড়ে ৬টায় যোগে অংশগ্রহণকারীদের বাধা দেওয়া হয়। ফলে তারা আর ধ্যান চালিয়ে যেতে পারেননি বলেই জানা যাচ্ছে।

যোগের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন একদল উন্মত্ত লোক যোগব্যায়ামে অংশগ্রহণকারীদের স্টেডিয়াম খালি করতে বলে। কিছু অংশগ্রহণকারীকে আবার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। অনুষ্ঠানের মধ্যেই ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় যোগ অনুষ্ঠানও।

তবে জানা যাচ্ছে পরিস্থিতি জটিল রূপ নেওয়ার আগেই পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে কাঁদানে গ্যাসের ক্যানিস্টারজ ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

গোটা ঘটনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মলদ্বীপের রাষ্ট্রপতি। ট্যুইটারে তিনি বলেন, ‘আজ সকালে গাললহু স্টেডিয়ামে যে ঘটনাটি ঘটেছে, সেটি খুবই নিন্দনীয়। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তও শুরু করেছে মলদ্বীপ পুলিশ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর