বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের মেরঠের কিথোরে একটি নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়ে দিল্লিতে ফিরে আসা এআইএমআইএম-র সর্বভারতীয় সভাপতি আসাদউদ্দিন ওয়াইসির কনভয়ের উপর উপর কয়েকজন যুবক গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রায় চার রাউন্ড গুলি চালানোর কথা বলা হচ্ছে। জানা গিয়েছে যে, ওয়াইসির গাড়িতে দুটি গুলি লেগেছে।
ঘটনার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এবং একজন টোল কর্মীদের সহায়তায় পুলিশের হাতে ধরা পড়ে। ঘটনার পরপরই টোল কর্মীরা একটু দূরেই অবস্থিত পুলিশ ফাঁড়িতে খবর দেন। গ্রেফতার হওয়ার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
যদিও, ওয়াইসি টুইট করে তিন-চারজন যুবকের গুলি চালানোর কথা বলেছেন। তিনি টুইটে বলেছেন, ‘কিছুক্ষণ আগে ছিজরসি টোল গেটে আমার গাড়িতে গুলি চালানো হয়। ৪ রাউন্ড গুলি ছুড়েছে দুষ্কৃতীরা। তাঁরা ৩-৪ জন ছিল, সবাই অস্ত্র ফেলে পালিয়ে যায়। আমার গাড়ি পাংচার হয়ে যায়, কিন্তু আমি অন্য গাড়িতে উঠে চলে গেলাম। আমরা সবাই নিরাপদ। আলহামদুলিল্লাহ।”
कुछ देर पहले छिजारसी टोल गेट पर मेरी गाड़ी पर गोलियाँ चलाई गयी। 4 राउंड फ़ायर हुए। 3-4 लोग थे, सब के सब भाग गए और हथियार वहीं छोड़ गए। मेरी गाड़ी पंक्चर हो गयी, लेकिन मैं दूसरी गाड़ी में बैठ कर वहाँ से निकल गया। हम सब महफ़ूज़ हैं। अलहमदु’लिलाह। pic.twitter.com/Q55qJbYRih
— Asaduddin Owaisi (@asadowaisi) February 3, 2022
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাপুর ডিএম অনুজ সিং, এসপি দীপক ভুকার সহ পুলিশ বাহিনী। এই ঘটনার পর AIMIM নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বেড়েছে। এবং এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যে রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। পিলখুয়া সিও তেজবীর সিং জানিয়েছেন, ঘটনাটি টোলে লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে। দুই যুবককে আক্রমণ করতে দেখা যায়। সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।