গোয়ায় আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা

বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনী প্রচারে গিয়ে গোয়ায় হামলার শিকার বাবুল সুপ্রিয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে এক দুষ্কৃতি। ঘটনাটির কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ তথা বর্তমান তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। তাঁর অভিযোগ কংগ্রেস এবং বিজেপি আশ্রিত স্থানীয় একটি দলের তরফেই হামলা চালানো হয় তাঁর উপর।

দুয়ারে কড়া নাড়ছে গোয়া নির্বাচন। আগামী ১০ ফেব্রুয়ারি একদফায় ভোট হতে চলেছে সে রাজ্যে। শেষ মুহুর্তের প্রচার সারতে গোয়া সফর করেছিলেন বাবুল সুপ্রিয়। সেখানেই আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। যদিও অক্ষতই আছেন তিনি। বাবুল বলেন, ‘আততায়ীকে আটকাতে আমি একাই যথেষ্ট ছিলাম। কিন্তু ঘটনাস্থলে পুলিশ চলে আসে।’ ঘটনার ভিত্তিতে কোনো অভিযোগ দায়ের করেননি তিনি। এ ব্যাপারে তাঁর দাবি, অভিযোগ করলে তা নিরর্থকই হত। গোয়ায় যে কোনোভাবেই তাঁদের দমিয়ে রাখা যাবে না এমনটাই হুঙ্কার ছেড়েছেন বাবুল।

গোয়ার গদিতে ক্ষমতা বাড়ানোয় মরিয়া তৃণমূল। লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে আধিপত্য বিস্তার করতে চায় দল। সেই মত সৈকত রাজ্যে ক্ষমতায় এলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতন সেখানে গৃহলক্ষ্মী প্রকল্প চালু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় মাসিক ৫ হাজার টাকা করর দেওয়া হবে মহিলাদের। এই সুবিধা পেতে গেলে কোনো নির্দিষ্ট শর্তও মানতে হবে না তাঁদের।

সম্প্রতি গোয়ায় বেশ কিছুটা শক্তিবৃদ্ধি ঘটেছে তৃণমূলের। যা চাপে ফেলেছে বিজেপি এবং কংগ্রেসকে। এহেন পরিস্থিতিতে বাবুল সুপ্রিয়র উপর এই হামলাকে বিশেষ অর্থবহ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর