ধর্মীয় অনুভূতির রব তুলে বরিশালে হিন্দু দোকানে হামলা! বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা

বাংলা হান্ট ডেস্ক : প্রত্যেক দিনই বিভিন্ন রকম ভাবে বাংলাদেশের(Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের (Minority Hindu) উপর অত্যাচার চালাচ্ছে কট্টরপন্থী মুসলিমরা। এবার মিষ্টির দাম চাওয়ার অপরাধে এক হিন্দু মিষ্টি বিক্রেতার দোকানে হামলা চালালো ১০০-র বেশি কট্টরপন্থী মুসলিম। পুলিসের উপস্থিতিতেই চলে ভাঙচুর ও লুটপাট। এত কিছুর পর আবার পুলিস বিনা দোষে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে। শুধু তাই নয়, ওই ব্যবসায়ীর কঠোর সাজা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তবেই কট্টরপন্থীরা শান্ত হয়। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে বরিশাল লঞ্চঘাট এলাকায়। সংখ্যাগুরু মুসলিম ও পুলিসের এই রকম মানসিকতায় ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন বরিশালের হিন্দু সম্প্রদায়ের মানুষ ।

সূত্রে খবর, বরিশালের মুসলিম অধ্যুষিত লঞ্চঘাট এলাকায় মহসিন মার্কেটে রয়েছে ঘোষ মিষ্টান্ন ভান্ডার নামে ওই দোকানটি । জানা যাচ্ছে, এদিন দুপুরে স্থানীয় এক মুসলিম ব্যবসায়ী ওই দোকানে খাবার খেতে যায়। খাবারের দাম হয় ৪০ টাকা। কিন্তু তিনি খাবারের দাম না মিটিয়েই চলে আসছিলেন বলে অভিযোগ। দোকানদারের সঙ্গে খরিদ্দারের এই নিয়েই শুরু হয় ঝামেলা। কথা-কাটাকাটি থেকে ধস্তাধস্তিও হয় দু’জনের মধ্যে । আর ধস্তাধস্তির মাঝে হিন্দু ব্যবসায়ীর হাত পড়ে যায় মুসলিম খরিদ্দারের দাড়িতে । তারপর ওই মুসলিম ব্যক্তি দোকান থেকে চলে এসে বাজারের অনান্যদের কাছে তার দাড়ি ধরে টানাটানির গুজব ছড়িয়ে দেন । আর তার কিছুক্ষণ পরেই শতাধিক মুসলিম ব্যক্তি ওই মিষ্টির দোকানে এসে ভাঙচুর ও লুটপাট চালাতে শুরু করে ।

bangladesh 2

বাংলাদেশের ব্লগার আসাদ নূর তাঁর ব্লগে ওই ঘটনার বেশ কিছু ভিডিও পোস্ট করেছন। সেই ভিডিওতে দেখা গেছে ঘোষ মিষ্টি দোকানটির সামনে জড়ো হওয়া লোকজন শ্লোগান দিচ্ছে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ । কোনো এক মৌলবীকে বলতে শোনা গেছে, ‘হিন্দুদের দোকান বরিশালের মাটিতে থাকতে দেওয়া হবে না’। এমনকি ভিড়ের মাঝে কাউকে বলতে শোনা গেছে, ‘হিন্দুরা বাংলাদেশে ভাড়ায় থাকছে’ বলেও। স্থানীয় মুসলিম নেতা আবদুল রহমামুল টিটুর দাবি,’ওদের সাহস খুব বেড়ে গেছে। নবীর সুন্নতে আঘাত করেছে। ওই ব্যবসায়ীকে আর এখানে কোনো রকম ভাবে ব্যবসা করতে দেওয়া হবে না।’

জানা গেছে,ঘটনার পর ইতিমধ্যেই বরিশাল লঞ্চঘাট এলাকায় কট্টরপন্থীদের বেশ কয়েকটি ছোটখাটো মিছিল বের হয়েছে । স্থানীয় মসজিদে এই প্রসঙ্গে একটি মিটিং করে বড়সড় মিছিল করার সিদ্ধান্তও হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় হিন্দুদের আশঙ্কা যেকোনো সময় কট্টরপন্থীদের হামলার শিকার হতে পারেন তাঁরা।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর