বাংলা হান্ট ডেস্কঃ তিন তালাক বিরোধী কর্মী নিদা খান আবারও শিরোনামে। ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে প্রাণে মারার হুমকি আসছিল। এবার সেই অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। এই 6 জনের মধ্যে রয়েছে নিদার স্বামী শিরান রাজা খান ও তার পরিবারের সদস্যরা। নিদা খান বরেলিতে একটি বিয়েতে যান সেখানে তার উপর হামলাও করা হয়।
নিদা বলেন যে, তিনি 26 শে মার্চ এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, যেখানে তার শ্বশুরবাড়ির লোক এবং তাদেরকিছু আত্মীয় মিলে তাকে বিজেপি ছাড়ার হুমকি দিতে থাকে। নিদা খান বলেন, “সেদিন আমি মামার ছেলের বিয়েতে গিয়েছিলাম যেখানে আমাকে বিজেপি ছেড়ে বেরিয়ে আসতে বলা হয়। আমি তিন তালাক বন্ধের জন্য লড়াই করেছি। এমনকি আমার স্বামী পর্যন্ত আদালতে আমাকে অ্যাসিড ছোঁড়ার হুমকিও দই। পুলিশ সময়মতো বিয়েতে না এলে আমাকে পিটিয়ে মেরে ফেলত ওঁরা।”
নিদা খান উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন এরপর দলের সংখ্যালঘু সেলের সদস্য হন। তখন থেকেই তাঁর নাম একদম সামনের সারিতে এসে পৌঁছায়। যদিও পূর্বে নিদা খান তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং পণের জন্য অত্যাচারের অভিযোগ করার পরে খবরে আসেন।
During a family wedding, my relatives coerced me to renounce BJP. I was surrounded by a crowd & got minor injuries. They said no Muslims from Bareilly support BJP as it's a non-Muslim party but you have campaigned for it which is non-muslim. I've filed an FIR:BJP leader Nida Khan pic.twitter.com/lzuT0dWMnH
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 31, 2022
এরপর তিনি বিজেপিতে যোগী দিয়ে শিরোনামে উঠে আসেন। তখন থেকেই একাধিক বার তাঁকে বিজেপি দল ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে এক শ্রেণির মানুষ। তবে তিনি তাতে কর্ণপাত করেননি। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে এই হামলার চেষ্টা যে বেশ গুরুতর হতে পারতো, তা স্বীকার করে নিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।