কেন হামলা হয়েছিল নিজের ওপর, অবশেষে মুখ খুললেন নিশীথ প্রমাণিক

বাংলা হান্ট ডেস্ক : বিস্ফোরক নিশীথ প্রমাণিক। কনভয়ে হামলা নিয়ে রাজ্য সরকার, রাজ্য পুলিস প্রশাসনকে রীতিমতো তুলোধোনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী(Nisith Pramanik)। রবিবার কোচবিহারে (Cooch Behar) সাংবাদিক বৈঠকে তাঁর গাড়িতে গুলির ছবি দেখিয়ে নিশীথের দাবি, পুলিসের ছোঁড়া টিয়ার শেলেই তাঁর কনভয়ের গাড়ির কাচ ভেঙেছে। এরপরই রাজবংশী আবেগ উসকে তাঁর বিস্ফোরক মন্তব্য, ‘উত্তরবঙ্গের একজন মানুষ, রাজবংশী ছেলে সাংসদ হয়েছে বলে তাঁর উপর এত আক্রোশ! তাকে মেরে ফেলার চক্রান্ত করছে রাজ্য সরকার।’

শনিবার দিনহাটায় (Dinhata) নিশীথ প্রামাণিকের মিছিলে তাঁর কনভয়ে হামলার ঘটনা ঘটে। চলে গুলি। ছোঁড়া হয় বোমা। কনভয়ের একটি গাড়ির কাচও ভেঙে যায়। তৃণমূলের (TMC) বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রবিবার এর প্রতিবাদে রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি নেয় বঙ্গ বিজেপি (BJP)। ঘটনার পর থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে নিশীথ প্রামাণিকের ভেটাগুড়ির বাড়ির। জানা গিয়েছে, এদিন সিআরপিএফের আইজি নিজে তাঁর বাড়িতে যান। আরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে বলে খবর।

তারই মাঝে রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকার, পুলিস প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তোলেন। তাঁর কথায়, ‘পুলিস তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মিছিল আটকেছে। অশান্তি যারা করেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে আমাকে আটকানোর চেষ্টা করেছে। রাজ্যের পুলিসমন্ত্রী তো মুখ্যমন্ত্রীই। এ কোন রাজ্যে বাস করছি আমরা?’

nisith pramanik

এরপরই তাঁর অভিযোগ, ‘ওরা রাজবংশীদের কাছে টানার চেষ্টা করেছিল। কোচবিহার, আলিপুরদুয়ারে এসে অনেক কিছু বলেছে। কিন্তু কিছুই করতে পারেনি। তাই আমার উপর হামলা। আমাকে প্রাণে মেরে ফেলার ছক করা হয়েছিল। জরুরি অবস্থার চেয়েও ভয়ংকর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি।’ জানা গিয়েছে, এই ঘটনার পর বিস্তারিত জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ফোন করেন নিশীথ প্রামাণিক।

তারপর থেকে তাঁর নিরাপত্তা বেড়েছে।
এরপর তাঁর অভিযোগ, ‘ওরা রাজবংশীদের কাছে টানার চেষ্টা করেছিল। কোচবিহার, আলিপুরদুয়ারে এসে অনেক কিছু বলেছে। কিন্তু কিছুই করতে পারেনি। তাই আমার উপর হামলা। আমাকে প্রাণে মেরে ফেলার ছক করা হয়েছিল। জরুরি অবস্থার চেয়েও ভয়ংকর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর