জঙ্গি হতে যাচ্ছিল পাকিস্তান! লাল কেল্লার সামনে থেকে ধৃত দুই যুবক

বাংলা হান্ট ডেস্ক : খুব উচ্চাকাঙ্খী ছিল ওই দুই যুবক। নিজের স্বপ্ন সফল করতেই পাড়ি দিয়েছিল বিদেশ। কিন্তু বিধি বাম! ধরে ফেলল পুলিস। বিদেশ বলতে ওই দুই যুবক কাশ্মীর (Kashmir) হয়ে যেতে চেয়েছিল পাকিস্তান। আর উচ্চাকাঙ্খা বলতে হয়ে চেয়েছিল জঙ্গি। এই দুই যুবককে পুলিস গ্রেফতার করল দিল্লির লালকেল্লা এলাকা থেকে।

পুলিস সূত্রে খবর, ওই দুই যুবকের একজনের নাম খালিদ এবং অপরজন আব্দুল্লা। জানা যাচ্ছে, খালিদ মহারাষ্ট্রের এবং আব্দুল্লা তামিলনাড়ু বাসিন্দা। দুজনেই কট্টরপন্থী মুসলমান বলেই দাবি করেছে পুলিস। গ্রেফতার করার সময় দুই অভিযুক্তের কাছে অস্ত্র উদ্ধার করা হয় বলে জানা যাচ্ছে।

পুলিস দুজনকে জেরা করে জানতে পেরেছে বিশেষ জঙ্গি প্রশিক্ষণের জন্য কাশ্মীর হয়ে পাকিস্তানে ঢোকার পরিকল্পনায় ছিল তারা। লালকেল্লা হয়ে কাশ্মীর যেত তারা। তারপর সীমানা টপকে পাকিস্তানে। কিন্তু গোপন সূত্রে খবর পায় পুলিস। সাদা পোশাকে ওৎ পেতে বসে থাকে ওই দুই যুবকের জন্য। অবশেষে আসে সাফল্য। লাল কেল্প এলাকাতেই তাদের ধরে ফেলে পুলিস। তাদের জেরা করে অনেক গোপন তথ্য পুলিস জানতে পেরেছে বলে বিশেষ সূত্রে খবর৷

arrest

২১ বছর বয়সি খালিদ মুবারক খান মহারাষ্ট্রের থামের বাসিন্দা। অপরদিকে আব্দুল্লা ওরফে আব্দুর রহমানের বয়স ২৬ বছর। সে তামিলনাড়ুর কালিয়াকুল্লা এলাকায় থাকে। দুই যুবকের কাছ থেকে ১০টি কার্তুজ এবং ২টি পিস্তল উদ্ধার করেছে পুলিস। এছাড়া একটি ছুড়ি এবং একটি তার কাটার যন্ত্রেরও হদিশ মেলে বলে জানা যাচ্ছে।

হিজবুল মুজাহিদীন, আল কায়দার মত জঙ্গি সংগঠনগুলি নতুন সদস্য নিয়োগ করছে কিছুদিন আগ থেকেই। গোটা দেশ জুড়ই তাদের একাধিক এজেন্ট ঘুরে বেড়াচ্ছে। এই দুই যুবক তেমনই কারুর পাল্লায় পড়ল কিনা তাই ক্ষতিয়ে দেখছে দিল্লি পুলিস।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর