বাংলা হান্ট ডেস্কঃ মাথায় হেলমেট না থাকায় দুই বাইক আরোহীকে পাকড়াও করতেই ধুন্ধুমার! উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) আক্রান্ত পুলিশ। এসআই (SI) ও সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer) রাস্তায় ফেলে কিল, চড়, ঘুসি দুই বাইক আরোহীর।
নাকা চেকিংয়ের সময় হেলমেট বিহীন দুই বাইক আরোহীকে আটকানোয় ঝামেলার সূত্রপাত। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে পুলিশের ওপর হামলার সেই ভিডিও। যা নিয়ে শুরু হয়েছে জোর চৰ্চা।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সোদপুরের এইচবি টাউন মোড়ে। স্থানীয় সূত্রে খবর, নাকা চেকিংয়ের সময় দুই বাইক আরোহীকে আটকায় পুলিশ। দুজনের মাথাতেই হেলমেট ছিল না। এই নিয়ে প্রশ্ন করতেই অশান্তি শুরু হয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, দুই আরোহীকে আটক করার পরেই পুলিশের সঙ্গে তর্ক বেঁধে যায় তাদের। পেছনে যিনি বসেছিলেন সেই মহিলা আরোহী চিৎকার করে লোক জড়ো করতে থাকেন। এরপরই এলাকার লোকজন পুলিশের উপর চড়াও হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ঘোলা থানার এসআই ও একজন সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারতে শুরু করে স্থানীয়রা। রীতিমতো রাস্তায় ফেলে এসআইকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সোদপুরের নাটাগড়ের বাসিন্দা অভিযুক্ত বাইক চালক অভিজিৎ সাহাকে।