বাংলাহান্ট ডেস্ক : মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতী জেলায় রসায়নবিদ উমেশ কোলহে (Umesh Kolhe) হত্যা মামলার (Chemist Murder Case) মূল অভিযুক্ত শাহরুখ পাঠান, আর্থার রোড জেলে কয়েকজন বন্দীদের দ্বারাই আক্রান্ত। চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। জানা যাচ্ছে, এই বন্দীদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, পুলিশ এই মামলায় ৭ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তারা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। বর্তমানে আসামিরা সবাই আর্থার রোড কারাগারে বন্দি রয়েছেন। সেখানেই ঘটে এই ঘটনা।
নূপুর শর্মার মন্তব্যকে সমর্থন করে কোলহের পর উদয়পুরে প্রাণ হারান কানহাইয়ালাল নামে এক ব্যক্তি। এই নিয়ে ব্যাপক শোরগোল পড়ে সারা দেশ জুড়েই। কিন্তু তার মধ্যেই সম্প্রতি বিজেপি মুখপত্র ‘অর্গানাইজার’ আরও একটি এরকম হত্যার ঘটনা সামনে আনে। দাবি করা হয়, উদয়পুরের কানহাইয়ালালের হত্যার আগে মহারাষ্ট্রের অমরাবতীর কেমিস্ট উমেশ কোলহে (Umesh Kolhe) নামক এক ব্যক্তিকে হত্যা করা হয়। আর সেই হত্যার ফুটেজও সামনে আসে।
উমেশ কোলহেকে হত্যার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছিল পুলিশ। জানা গিয়েছে, উমেশ কোলহে নূপুর শর্মাকে সমর্থন করায় তাঁর ওপর চটে যায় উমেশের বন্ধু প্রাণী চিকিৎসক ইউসুফ খান। এবং তারপরেই উমেশ কোলহেকে হত্যার ষড়যন্ত্র করা হয়। আপাতত ধৃতদের প্রত্যেককেই এনআইএ হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্যের খোঁজ চালাচ্ছিল এনআইএ। তারই মধ্যে ঘটে গেল এই দুর্ঘটনা। এই ঘটনায় প্রশ্নের মুখে আর্থার জেলের নিরাপত্তা ব্যবস্থাই। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে উমেশ কোলহের মৃত্যুর প্রতিশোধ নিতেই জেলের বন্দীদের হাতে আক্রান্ত হলো শাহরুখ পাঠান।
Mumbai | Shahrukh Pathan, an accused in the Umesh Kolhe murder case, was attacked by some prisoners in the Arthur Road Jail. FIR has been registered against them: Police
NIA has arrested 7 accused in the case. They're under judicial custody; currently lodged in Arthur Road Jail.
— ANI (@ANI) July 27, 2022