পাকিস্তানে ফের শিখদের উপর অত্যাচার! গুরুদ্বারকে মসজিদ দাবি করে ঝুলিয়ে দিল তালা

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের (Pakistan) লাহোরে (Lahore) অবস্থিত বিখ্যাত শহিদ গঞ্জ ভাই তরু সিং গুরুদ্বারা বন্ধ করে দিল মুসলিম কট্টরপন্থী সংগঠন। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তানের মুসলিম কট্টরপন্থী সংগঠন ইটিপিবি গুরুদ্বারা সাহিবের দরজা ভক্তদের জন্য বন্ধ করে দিয়েছে। জানা যাচ্ছে, মুসলিম সংগঠনের মতে ওই গুরুদ্বারা একটি মসজিদ।

আর এই দাবি করেই, গুরুদ্বারের মূল ফটকে ঝুলিয়ে দেওয়া হল তালা। এই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় শিখ সম্প্রদায়। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এটাই প্রথম নয়। এর আগেও একটি ঐতিহাসিক গুরুদ্বারাকে মসজিদ বলে দাবি করে মুসলিম সংগঠনগুলি। এর বিরুদ্ধে প্রতিবাদ দেখানো হয় ভারতের তরফ থেকেও।

বহু দিন ধরেই লাহোরে অবস্থিত এই গুরুদ্বারা ঘিরে বিতর্ক তৈরি হচ্ছিলো। এখানে প্রত্যেক দিনই গ্রন্থসাহেব পাঠ কটা হয়। একাধিক ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এই শিখ প্রতিষ্ঠান। হাজার হাজার শিখ ধর্ম সম্প্রদায়ের মানুষ সরাসরি যুক্ত ছিলেন এই গুরুদ্বারের সঙ্গে। কিন্তু সেই গুরুদ্বারাকেই বন্ধ করে ভয়ংকর অসন্তোষ দেখা দিয়েছে সমগ্র শিখ সমাজ জুড়ে।

এই গুরুদ্বারাটি শহিদ গঞ্জ নালোখা এলাকায় অবস্থিত। কট্টরপন্থী মুসলিম সংগঠনের দাবি এই জায়গায় আদতে মুঘল রাজপুত্র তথা ঔরঙ্গজেবের বড় দাদা দারাশিকোর প্রাসাদ ছিল। নিজের ছোট ভাইয়ের হাতে নিহত হওয়ার আগে দারাশিকো লাহোরের শাসক ছিলেন। অপর দিকে শিখ সম্প্রদায়ের দাবি, লাহোরের মুঘল শাসক মীর মন্নুর আদেশে হাজার হাজার নিরপরাধ নারী, পুরুষ ও শিশুর গণহত্যা করা হয়। শিখ সম্প্রদায়ের দাবি, দেওয়ান কোরা মলের পরামর্শে লাহোরে এই গুরুদ্বারাটি তৈরি করেন। কিন্তু মুসলিম পক্ষের অভিযোগ গায়ের জোরে শিখ সম্প্রদায় এই মসজিদ দখল করে গুরএ দ্বারা বানিয়েছেন।


Sudipto

সম্পর্কিত খবর