বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় প্রথম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেই একেরপর এক উঠে আসছে গুরুতর অভিযোগ। কোথাও তৃণমূল কর্মীর মাথা ফাটার অভিযোগ তো কোথাও বিজেপি নেতাকে তৃণমূলের হয়ে কাজ করতে বলার অভিযোগ। এমনই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে শুভেন্দুর (Suvendu) ভাই সৌমেন্দু অধিকারীর উপর হামলা ঘিরে প্রথম দিনের নির্বাচন উত্তাল হয়ে উঠেছে।
দক্ষিণ কাঁথির (Kathi) বিজেপি প্রার্থীর (BJP Candidate) নির্বাচনী এজেন্ট সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। জানা যাচ্ছে, ওই কেন্দ্রের তিনটি বুথে ছাপ্পা ভোট পড়ার অভিযোগ পাওয়া মাত্রই সেখানে যান সৌমেন্দু। খবর অনুযায়ী সেই সময়ই সৌমেন্দুর গাড়ির উপর অতর্কিতে হামলা হয় !|
ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। এমনকি গাড়ির কাঁচও ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের (TMC) দিকে। শাসকদলের স্থানীয় নেতা রামগোবিন্দের মদতে এই হামলা বলে শোনা যাচ্ছে। অন্যদিকে ওই বুথে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ‘ম্যানেজ’ হয়ে ওঠার মত গুরুতর অভিযোগ তলেন সৌমেন্দু।
প্রসঙ্গত বাংলার ভোটে হিংসা ও রক্তক্ষয় নতুন কোনও ঘটনা নয়। এবারের ভোটে সেই পরিমান আরও বাড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল প্রায় সমস্ত রাজনৈতিক দলই। এক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বিজেপির বিরুদ্ধে রাজ্যে বহিরাগত গুন্ডা ঢোকানোর অভিযোগ তুলেছেন। এমনকি রাজ্যের সমস্ত সীমান সিল করার করার দাবিও জানিয়েছেন তিনি। অন্যদিকে আবার শাসক দল ভোটে সন্ত্রাস করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীরাও।