‘বন্দে ভারতে হামলা পূর্বপরিকল্পিত!’, অভিযোগ কুণালের, ‘বাংলা কাশ্মীর হয়ে গেছে’, পাল্টা দাবি দিলীপের

বাংলা হান্ট ডেস্ক : গতকালই মালদহে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) ঢিল ছোঁড়া হয়। এর জের গড়াল বহুদূর পর্যন্ত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করে বলেন, এই ঘটনা পূর্বকল্পিত। এটা একটা ষড়যন্ত্র। বাংলাকে বদনাম করার জন্য সস্তা রাজনীতি করা হয়েছে। তাঁর অভিযোগের জবাব দিয়ে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করেন, ‘যারা হামলা চালিয়েছে, তারা কারা? আমি আগেই বলেছি, বাংলা কাশ্মীর (Kashmir) হয়ে গিয়েছে। এখন কাশ্মীর শুধরে গিয়েছে। কিন্তু বাংলায় দেশের সম্পত্তিকে একাংশ শত্রুর সম্পত্তি বলে মনে করছে।’

প্রসঙ্গত, সোমবার বিকেলে মালদহে (Maldah) ঢোকার মুখে কুমারগঞ্জ এলাকায় এনজেপি-হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে কেউ বা কারা পাথর ছোঁড়ে। তাতে একটি কোচের কাচের দরজা ভেঙে গিয়েছে। আরপিএফ অ্যাকশন নিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় পুখুরিয়া থানা তদন্তে নামে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টির রাজনৈতিক গুরুত্ব বাড়তে থাকে। রেল মন্ত্রককে (Rail  Ministry) এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়। রেলওয়ে অ্যাক্টে এফআইআর (FIR) দায়ের করা হয়। সামসি ও কুমারগঞ্জ স্টেশনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে রেল কর্তৃপক্ষ।

vande 3

রেল মন্ত্রকের পক্ষ থেকে প্রতিটি স্টেশনে ঘোষণা করা হচ্ছে নাগরিকদের সরকারি সম্পত্তি রক্ষায় যত্নশীল হওয়ার বিষয়ে। ঘটনার পরই টুইট করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তীব্র নিন্দা করেন তিনি। কুণাল প্রশ্ন করেন, ‘এটা কি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, বাংলাকে বদনাম করার জন্য?’ ‘সস্তার রাজনীতির’ অভিযোগও করেন তৃণমূল মুখপাত্র।

চুপ নেই বিজেপিও। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ পর্যন্ত সমালোচনায় সরব। দিলীপ ঘোষের (Dilip Ghosh) বলেন, ‘আগেই বলেছি, কাশ্মীর শুধরে গেছে। বাংলা নতুন করে কাশ্মীর হয়ে যাচ্ছে। দেশ বিরোধী শক্তি এই রাজ্যে মারাত্মক সক্রিয়। এখানকার তৃণমূল সরকার সেই শক্তিকে মদত দিয়ে যাচ্ছে। পার্লামেন্টে যখন সিএএ পাস হয়, তখন বিরোধিতা অনেক রাজ্যেই হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে তিনদিন ধরে ঝামেলা করেছে। আড়াইশো কোটি টাকার সম্পত্তি ধংস করা হয়েছে শুধু বাংলাতেই।’


Sudipto

সম্পর্কিত খবর