গরুপাচার মামলায় সাক্ষীকে খুনের চেষ্টা, বাড়িতে ঢুকে চলল হামলা!

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে গরু পাচার মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পর থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সকলের সামনে। আর এরই মাঝে বর্তমানে গরু পাচার মামলায় সাক্ষী দেওয়ার কারণে এক ব্যক্তির উপর প্রাণঘাতী হামলা করার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদা (Malda) জেলায়।

ঘটনার কেন্দ্রস্থল মালদার বামনগোলা থানা সংলগ্ন শ্যামলী পাড়া গ্রাম। গ্রামের এক বাসিন্দা নুরুল ইসলাম সরকার গরু পাচার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন। এরপরই গতকাল রাতে তাঁর ওপর প্রাণহানি হামলা চালায় অভিযুক্তরা। পরবর্তীতে নুরুল ইসলামকে মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বেশ কিছুটা সুস্থ রয়েছেন বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, শ্যামলী পাড়া গ্রামে জয়পুর ইসলাম এবং নুরুল শেখ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে গরু পাচার করার অভিযোগ সামনে আসে। এরপরই তাদের বিরুদ্ধে সাক্ষী দেন নুরুল ইসলাম আর তার জেরেই গতকাল রাতে নুরুলের বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা। এক্ষেত্রে নুরুলকে কোপানোর পাশাপাশি তাঁর ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ।

সাম্প্রতিক সময়ে গরু পাচার মামলা নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসে চলেছে। সেই সূত্র ধরেই কয়েকদিন পূর্বে মালদা জেলায় কয়েকজনের বিরুদ্ধে গরু পাচার মামলায় যুক্ত থাকার অভিযোগ পায় পুলিশ। এই মামলাতেই নুরুল ইসলাম সাক্ষী দেওয়ায় তাঁর ওপর গতকাল প্রাণঘাতী হামলা চালায় অভিযুক্তরা। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।

This time the 'Aadhar card' of cow will also be seen in west bengal

গোটা ঘটনা প্রসঙ্গে আক্রান্ত নুরুল জানান, “জয়পুর ইসলাম এবং নুরুল শেখ মিলে গরু পাচার মামলায় যুক্ত ছিলো। আমি ওদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম বলেই গতকাল রাতে আমার উপর হামলা চালায়। আচমকাই আমাকে মারধর শুরু করে। ছেলের ওপরেও হামলা চালায়।” স্বভাবতই, এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। তবে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার বিষয়ে ইতিমধ্যে আশ্বস্ত করেছে প্রশাসন।


Sayan Das

সম্পর্কিত খবর