বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মহিলাদের উপর হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বাংলাহান্ট ডেস্কঃ নিউ ব্যারাকপুরে (New Barrakpur) বিজেপি (bjp) কর্মীর বাড়িতে ঢুকে স্ত্রীকে মারধর। অভিযোগে তীর তৃণমূলের (tmc) দিকে। অত্যাচারীতা বিজেপি কর্মীর স্ত্রীয়ের দাবি, তাঁর স্বামী বিজেপি করায় তাদের বাড়িতে চড়াও হয় বেশকিছু তৃণমূল কর্মী।

ঘটনাটি বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোদাই ঘোষপাড়া এলাকার। অভিযোগ উঠেছে, নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত ওই এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে রবিবার রাতে চড়াও হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। সেখানে থাকা বিজেপি কর্মীর পণ্যবাহী গাড়ি ভাঙচুর এবং তাঁর স্ত্রীকেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

bbbbcbsbsjb

নিজেদের দিকে ওঠা এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি কর্মীর সঙ্গে গাড়ি চালকের বচসার জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছাতেই ঘটনাস্থলে পৌঁছিয়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

অন্যদিকে শনিবার রাতে পানিহাটি (Panihati) থেকেও এমনই একটি খবর পাওয়া গিয়েছে। যেখানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মী এবং তাঁর পরিবারের মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি পানিহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এঙ্গেলস নগরের। পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলা করে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা, এমনটা অভিযোগ উঠেছে।

tmc flag 1200

ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে আহত বিজেপি কর্মী এবং তাঁর পরিবারের মহিলা সদস্যকে চিকিৎসার জন্য পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রথমে আরজি কর ও পরে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়।


Smita Hari

সম্পর্কিত খবর