নেতাকে মারের পাল্টা দিল বিজেপি, আরামবাগে প্রহৃত তৃণমূল নেতা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : রবিবার রাতে আরামবাগের এক তৃণমূল নেতাকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠল বিজেপির দিকে। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও জানা গিয়েছে শনিবার রাতে ঠিক একইভাবে বিজেপির এক নেতাকে মারধর করেছিল তৃণমূল। তাই রবিবার তার পাল্টা চাল দিল বিজেপি।আরামবাগের কিশোরপুরের ওই ঘটনার জেরে থমথমে এলাকা। আহত তৃণমূল নেতার নাম প্রনব মাইতি। ঘটনার জেরে গুরুতর জখম হয়েছে ওই তৃণমূল নেতা। তিনি বর্তমানে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ডোঙ্গল বাজারে এসেছিলেন ওই তৃণমূল নেতা। সঙ্গে ছিলেন এক তৃণমূল কর্মীও। তাঁর সামনে থেকেই ওই নেতাকে তুলে নিয়ে যায় বিজেপি সমর্থকেরা। খবর ছড়িয়ে পড়লেও কেউ তৃণমূল নেতাকে বাঁচাতে এগিয়ে আসেনি। পরে বেধড়ক মারধর করে ডোঙ্গলবাঁধের নদীর ধারে তাঁকে ফেলে রেখে চলে যায় বিজপি সমর্থকেরা। পরে স্থানী থানায় খবর দিলে পুলিশ এসে প্রনব বাবুকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে।

জানা গিয়েছে শনিবার রাতে দলীয় বৈঠক সেড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় তৃণমূল নেতা বিজেেপির সমর্থক ও কর্মীদের মারধর করে। ওই তৃণমূল নেতার নাম সন্দীপ বর। যিনি তাঁর দলবল নিয়ে শনিবার বিজেপি কর্মীদের পথ আটকে বিজেপি নেতা মনিশঙ্কর জানা ও তাঁর সহকারীদের মারধর করেন। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন। তাই মনিশঙ্কর জানা ও বিজেপি কর্মীদের মারধরের পাল্টা দিতেই রবিবারের ঘটনা বলেই মনে করছে স্থানীয়রা।

X