বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক মাসে চরম অরাজকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশকে (Bangladesh)। একদিকে রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের ভয়াবহ প্রতিবাদ, অন্যদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনার দেশত্যাগের মতো ঘটনায় বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই পড়শি দেশ। ঠিক এই আবহেই বাংলাদেশ থেকে একাধিক অভিযোগও সামনে এসেছে। যেখানে সংখ্যালঘু মানুষদের ওপর চরম অত্যাচার এবং নির্যাতনের বিষয়টি একাধিকবার স্থান করে নিয়েছে খবরের শিরোনামে।
বাংলাদেশে (Bangladesh) ঘোর বিপদে সংখ্যালঘু হিন্দুরা:
সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের ওপর এই নির্যাতনের ঘটনা এখনও বজায় রয়েছে। যার ফলে কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় উঠেছে বাংলাদেশকে বয়কট করার ডাক। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলেই বোঝা যাবে যে বাংলাদেশে সংখ্যালঘু মানুষদের ওপর অত্যাচারের হার ঠিক কোন জায়গায় পৌঁছেছে।
সাম্প্রতিক সময়ে, ওই পড়শি দেশে (Bangladesh) হিন্দু মহিলাদের অপহরণ এবং ধর্ষণের ঘটনা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এইরকম ৪৫ টি ঘটনা সামনে এসেছে। যেখানে ৯ বছর থেকে ২২ বছর বয়সী যুবতীদের “টার্গেট” করা হয়েছে। এদিকে, হিন্দুদের বাড়ি এবং মন্দিরেও চালানো হচ্ছে ধ্বংসলীলা। পরিসংখ্যান অনুযায়ী, ৬৭ টি হিন্দু মন্দির এবং ১,২০০ টিরও বেশি বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে।
এর পাশাপাশি, কর্মক্ষেত্র থেকেও হিন্দুদেরকে সরিয়ে দেওয়ার প্রবণতা সামনে এসেছে। প্রায় ৫১ জন শিক্ষক এবং সরকারি কর্মচারীকে বিভিন্ন ইসলামিক গ্রুপ দ্বারা জোর করে পদত্যাগে বাধ্য করা হয়। শুধু তাই নয়, ১৪০ জনেরও বেশি হিন্দুকে ইতিমধ্যেই খুন করা হয়েছে। আর এইভাবেই বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুরা বর্তমান সময়ে রীতিমতো চরম বিপদের মুখে রয়েছেন। আর এই পরিস্থিতিরই তীব্র প্রতিবাদ জানিয়ে গর্জে উঠেছেন ভারতের হিন্দুরা।
আরও পড়ুন: এই কারণে দ্বিতীয় টেস্ট খেলবেন না শাকিব? চেন্নাইতে হারের পর ফের বড় ধাক্কার সম্মুখীন বাংলাদেশ
পাশাপাশি, বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে বাংলাদেশি পণ্য বিশেষ করে জামা-কাপড় বর্জনের ডাকও দেওয়া হয়েছে। যেখানে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ড (যেমন GAP, KOHL’S, MANGO, Next, PVN) বয়কটের আর্জিও জানানো হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বাংলাদেশ থেকে ভারতে আমদানি করা জামা-কাপড়ের মধ্যে শাড়ি থেকে চুড়িদার, টি-শার্ট, ডেনিম, জিন্স, সোয়েটার, জ্যাকেট কুর্তি থেকে শুরু করে লুঙ্গি এবং গামছাও অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: ফের অনুরাগীদের মন জয় করলেন মাহি! CSK-র জন্য নিলেন বড় সিদ্ধান্ত, জানলে হবেন খুশি
এদিকে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং বাংলাদেশের (Bangladesh) অর্থনীতির ভিত নড়িয়ে দিতে বাংলাদেশি পণ্য বর্জনের ডাক দিয়েছেন সাম্প্রতিক সময়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা প্রৌঢ় প্রবীর বসু। জানিয়ে রাখি যে, নবান্ন অভিযানের দিন পুলিশের জলকামানের সামনে গেরুয়া বসনধারী, কপালে তিলক কাটা, হাতে ভারতের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকা যে প্রৌঢ়র ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল সেই প্রবীর বসুও এবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হতে থাকা এই অত্যাচারের প্রতিবাদে সামিল হয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, “বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটাকে সমর্থন করবেন না। হিন্দুদেরকে বাঁচাতে চাইলে বাংলাদেশকে আর্থিক দিক থেকে বয়কট করাটাই একমাত্র পথ।”