গাড়ির ধাক্কা দিয়ে মুখ্যমন্ত্রীকে খুনের চেষ্টা করায় গ্রেফতার তিন যুবক! চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই রাতে পায়ে হেঁটেই আগরতলা শহরের নাইট কার্ফু পরিদর্শন করেন ত্রিপুরার (tripura) মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (biplab deb)। কিন্তু বৃহস্পতিবার রাতে ঘটে যায় এক চরম বিপত্তি। আচমকাই রাস্তায় দ্রুত বেগে এক গাড়ি এসে ধাক্কা দেওয়ার চেষ্টা করে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। কোনক্রমে উল্টো দিকে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ বাঁচান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দেহরক্ষী।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আগরতলার আইজিএম চৌমুহনী এলাকায়। প্রতিদিনকার মত, গতকাল রাতেও পায়ে হেঁটে নাইট কার্ফু পরিদর্শন করছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর পরিদর্শন শেষে যখন মুখ্যমন্ত্রী সরকারী আবাসিকের দিকে ফিরছিলেন, সেই সময় বিপ্লব দেবকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি গাড়ি। যে গাড়িতে তিনজন ব্যক্তি ছিলেন।

29352345 1297631693671836 6165297789100712304 o e1607527667165

সেই সময় মুখ্যমন্ত্রী দিকে গাড়ি ধেয়ে আসতে দেখে সজোরে চিৎকার করেন তাঁর এক দেহরক্ষী। সেই দেহরক্ষীর চিৎকার শুনে কোনক্রমে ফুটপাথের দিকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ঘটনার সঙ্গে সঙ্গেই তল্লাশিতে নেমে পড়ে পশ্চিম থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। আর কিছুক্ষণের মধ্যেই ওই এলাকা থেকে তিন ব্যক্তি সহ ওই গাড়িটি আটক করা হয়।

ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩০৭, ৩৩২, ৩৫৩, ৪২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। ঘটনার পেছনে কোন রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতরা হলেন, আমন সাহা, শুভম সাহা এবং গাড়ির চালক গৈরিক সাহা। ঘটনার বিস্তারে তদন্ত শুরু হয়েছে।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর