বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে পুলিশের জারে নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করা যুবক। গতকাল তাঁকে আদালতে তোলা হয়েছিল। প্রাপ্ত খবর অনুযায়ী, নির্যাতিতা নাবালিকা কুলতলির বাসিন্দা, সপ্তম শ্রেণীতে পড়ে সে। একদিন রং নাম্বার থেকে কল আসে নির্যাতিতার ফোনে। পাশের গ্রামের মোশারফ গায়েন সেই কল করেছিল। এরপর তাঁদের মধ্যে ধীরে ধীরে কথা বলা শুরু হয়।
ফোনে কথা চলতে চলতে প্রেমের বন্ধনে জড়িয়ে পড়ে তাঁরা। এরপরই লুকিয়ে লুকিয়ে দেখা-সাক্ষাৎ শুরু হয়। আর তখনই প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে মোশারফ। শুধু ধর্ষণই নয়, নির্যাতিতাকে বিক্রির ফন্দিও এঁটেছিল মোশারফ। কিন্তু নির্যাতিতা সবকিছু বুঝতে পেরে বাড়ির লোকেদের বিষয়টি খুলে জানায়।
নির্যাতিতার পরিবার এই কথা জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ জানায়। অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্ত মোশারফকে গ্রেফতার করে পুলিশ। মোশারফকে জিজ্ঞাসাবাদ চালিয়ে নাবালিকাকে বিক্রির চেষ্টায় আর কে কে জড়িত রয়েছে সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃত যুবককে রবিবার আদালতে তোলা হয়। অভিযুক্তর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার।