চুপিসারে ভারতে ঢুকে বড়সড় কাণ্ড ঘটাচ্ছিল বাংলাদেশি, কড়া শাস্তি দিল আদালত

বাংলাহান্ট ডেস্ক : অবৈধভাবে বাংলাদেশ থেকে প্রবেশ করেছিলেন ভারতে। এরপর ভারত থেকে কাফ সিরাপ অর্থাৎ ফেনসিডিল পাচার করার সময় এক বাংলাদেশী যুবক গ্রেপ্তার হন বিএসএফের হাতে। এই বাংলাদেশের যুবকের নাম রবি পাহান। ৩৭ বছর বয়সী রবির বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার হাটনগরে। রবিকে গ্রেফতার করার পরেই রবির বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করে বিএসএফ।

সেই মামলার ঘটনায় এবার রায় দিল আদালত। ধৃত এই বাংলাদেশি যুবককে দোষী সাব্যস্ত করে আদালত তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছে। বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত নগর ও দায়রা আদালতের তৃতীয় কোর্টের বিচারক অজেয়ন্দ্রনাথ ভট্টাচার্য আজ এই রায় দেন।

সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া বিওপি এলাকা থেকে গত ২০২১ সালের ৬ই ফেব্রুয়ারি বিএসএফের হাতে গ্রেফতার হয় বাংলাদেশের যুবক রবি। ১৩৭ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাংলাদেশে পাচার করার সময় রবিকে গ্রেফতার করে। এরপর বিএসএফের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় বালুরঘাট থানায়। এতদিন পর্যন্ত সেই মামলা চলছিল আদালতে। অবশেষে আজ আদালত রবির শাস্তি ঘোষণা করে।

Balurghat jela bicharalay

বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, ওই বাংলাদেশি নাগরিক গত বছর ফেব্রুয়ারি মাসে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বাংলাদেশ কাফ সিরাপ পাচার করার চেষ্টা করছিল। এরপর বালুরঘাট থেকে ওই যুবককে গ্রেফতার করে বিএসএফ। দীর্ঘদিন আদালতে মামলা চলার পর অবশেষে আজ বিচারক রায় দান করেছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর