‘জগদ্ধাত্রী’ নিয়েই মাতামাতি, অ্যাওয়ার্ড শো নাকি ‘টাকার লেনদেন’! সোনার সংসার নিয়ে ফের বিতর্ক

বাংলাহান্ট ডেস্ক : সদ্য অনুষ্ঠিত হয়েছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড। শনিবার, ১৫ ই মার্চ সম্প্রচারিত হয়েছে এই শো। চ্যানেলের সমস্ত সিরিয়ালের (Serial) নায়ক নায়িকা, কলাকুশলীদের নিয়ে বার্ষিক এই অ্যাওয়ার্ড শোয়ের জন্য অপেক্ষা করে থাকেন দর্শকরা। বছর ভর পরিশ্রম করে দর্শকদের বিনোদন দেওয়ার পর এই শোয়ের মঞ্চেই পুরষ্কৃত হন কলাকুশলীরা।

সোনার সংসারে সিরিয়ালের (Serial) অ্যাওয়ার্ড নিয়ে অভিযোগ

এবারে সোনার সংসারের মঞ্চে থিম ছিল জি বাংলার ২৫ তম বর্ষপূর্তি। সেরা নায়ক নায়িকা থেকে প্রিয় শ্বশুর, শাশুড়ি, বৌমা, জামাই থেকে প্রিয় বর, বউ এর মতো ক্যাটেগরিতেও পুরস্কৃত হয়েছেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু প্রতিবারের মতো এবারের অ্যাওয়ার্ড তালিকা নিয়েও অসন্তোষ ছড়িয়েছে দর্শকদের একাংশে।

Audience accuses of partiality for few serial in shonar sangsar

উঠেছে অবিচারের অভিযোগ: কিছু কিছু পুরস্কার নিয়ে অবিচার করা হয়েছে অভিযোগ তুলেছেন অনেকে। এবারে প্রিয় শাশুড়িল পুরস্কার পেয়েছেন ‘জগদ্ধাত্রী’ (Serial) থেকে বৈদেহী এবং ‘কোন গোপনে মন ভেসেছে’ থেকে অপরাজিতা। আর দর্শকদের এই দুটি নাম নিয়েই আপত্তি। অনেকেই অভিযোগ করেছেন, বিচারকরা আদৌ ‘প্রিয়’ মানে জানেনই না। বৈদেহী এবং অপরাজিতা গোটা সিরিয়াল (Serial) ধরে দজ্জাল শাশুড়ি হয়ে বৌমার জীবন ওষ্ঠাগত করে তুলল, আর তারাই কিনা পেল প্রিয় শাশুড়ির পুরস্কার! বরং ‘আনন্দী’ থেকে আনন্দীর শাশুড়ির পুরস্কারটা পাওয়া উচিত ছিল বলে দাবি দর্শকদের।

আরো পড়ুন: সিরিয়ালে বিচ্ছেদ, বাস্তবে গদগদ প্রেম! সেটেই সম্পর্কে জড়ালেন জলসার মেগার নায়ক নায়িকা!

কী বলছেন নেটিজেনরা: শুধু তাই নয়। ‘মিত্তির বাড়ি’তে খলনায়ক শ্বশুরের ভূমিকায় অভিনয় করেও জাস্টিস মিটারের প্রিয় শ্বশুরের অ্যাওয়ার্ড পাওয়াটাও মেনে নিতে পারেননি অনেকেই। পাশাপাশি অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন জগদ্ধাত্রী সিরিয়ালটিকে (Serial) এত ‘গুরুত্ব’ দেওয়ার জন্য। একজন লিখেছেন, ‘কী আছে এই জগদ্ধাত্রী সিরিয়ালে!’ আরেকজন আবার লিখেছেন, ‘জগদ্ধাত্রী ছাড়া জি বাংলার সব সিরিয়াল (Serial) ভালো’।

আরো পড়ুন : মাস ঘোরার আগেই “TRP টপার”, হু হু করে এগোচ্ছে “দুগ্গামণি”, পরিণীতার আসন তবে টলমল?

একজন কটাক্ষ করেছেন, ‘টিআরপি দেখে অ্যাওয়ার্ড দেওয়া বন্ধ করুন। যারা যোগ্য তাদের পুরস্কার দিন’। আনন্দী, মিঠিঝোরার মতো সিরিয়ালকে পাত্তা না দেওয়ার পাশাপাশি ফুলকিকেও অবহেলা করার অভিযোগ উঠেছে। এমনকি একধাপ এগিয়ে কয়েকজন ‘টাকার লেনদেন’ এর অভিযোগ তুলে জগদ্ধাত্রী সিরিয়ালটি বন্ধ করার দাবিও জানিয়েছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর