বাংলাহান্ট ডেস্ক: পরপর দুটি বড় চমকের মুখোমুখি হয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy) এর দর্শকরা। প্রথমে রিনি ওরফে মিশমি দাস এবং সম্প্রতি মিমি অর্থাৎ তনুশ্রী সাহা (Tanushree Saha) বিদায় জানিয়েছেন জি বাংলার এই সিরিয়ালকে। ইতিমধ্যেই শুটিং শেষ হয়ে গিয়েছে তনুশ্রীর। তাঁর জায়গায় নতুন মিমিও হাজির সিরিয়ালে।
‘এই পথ যদি না শেষ হয়’তে মিমি চরিত্রটি সম্পর্কে গল্পের নায়ক সাত্যকির পিসতুতো বোন। বয়সের তুলনায় একটু বড় বড় হাবভাব হলেও মোটের উপরে বেশ মিষ্টি একটি মেয়ে সে। তনুশ্রী খুব সুন্দর ভাবে ফুটিয়েও তুলেছিলেন চরিত্রটি। কিন্তু সব সুন্দর সফরই এক সময় না এক সময় শেষ হয়।
তনুশ্রীর বদলে নতুন মিমি হয়ে এসেছেন লিজা সরকার (Liza Sarkar)। বুধবারের পর্বেই প্রথম দেখা মিলেছে তাঁর। কিন্তু নতুন মিমিকে এক ঝলক দেখেই বিরক্ত নেটিজেনরা। আগের মিমির সঙ্গে এই মিমির যে আকাশ পাতাল তফাৎ! মানুষের সঙ্গে সঙ্গে লুকটাই বদলে গিয়েছে চরিত্রের। আগের মতো এই মিমির কোমর ছাড়ানো লম্বা চুল নেই। বরং কাঁধ পর্যন্ত ছাঁটা লাল রঙের হাইলাইট করা চুল।
পোশাক একই রকম হলেও বোঝা যাচ্ছে এই নতুন মিমি অনেকটাই মডার্ন যা সরল সাদাসিধা সরকার বাড়ির অন্য সদস্যদের সঙ্গে একেবারেই মানানসই লাগছে না। এমনি অভিযোগ করেছেন দর্শকদের একাংশ। তাদের ক্ষোভ, মিমির চুলের স্টাইলটা রাতারাতি এতটা বদলে দিয়ে লুকটাই অন্যরকম হয়ে গিয়েছে। আগের মিমিকেই মিস করছেন সকলে।
প্রসঙ্গত, এই মুহূর্তে কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ সিরিয়ালে অভিনয় করছেন পুরনো মিমি অর্থাৎ তনুশ্রী। তাই বেশ কিছুদিন ধরেই এই পথ যদি না শেষ হয় এর সঙ্গে সময়ের সমস্যা হচ্ছিল তাঁর। তাই শেষমেষ এই সিরিয়ালটিই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তনুশ্রী।
সিরিয়ালের টিমের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তনুশ্রী। প্রথমেই সিরিয়ালের পরিচালককে ধন্যবাদ দিয়ে তিনি লিখেছেন, ‘মিমি চরিত্রে আমার পথচলা এখানেই শেষ হল। ডেট ইস্যুর জন্য আমার পথ এখানেই ইতি। এত মানুষের ভালবাসা, এত সবকিছু তোমার জন্যই পেয়েছি স্বর্ণেন্দু সমাদ্দার স্যার। তুমি ভরসা করে আমাকে অডিশনে ডেকেছিলে। তার জন্যই আজ এত্ত কিছু পেয়েছি স্যার, ধন্যবাদ।’