পরপর ধাক্কা, মাত্র ৫ মাসেই এমন পরিণতি! জি এর মেগার সঙ্গে “অবিচার” মানতে পারছেন না দর্শকরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একদিক দিয়ে যেমন নতুন নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে, তেমনি অন্যদিকে বেশ কিছু ধারাবাহিকের কমতে থাকা টিআরপি চিন্তা বাড়িয়ে তুলছে দর্শকদের। নম্বর কমে যাওয়া মানেই স্লট বদলের সম্ভাবনা যেমন প্রবল হয়, তেমনি টিআরপির অভাবে সিরিয়াল (Serial) মাঝপথেই শেষ হয়ে যাওয়াও খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়।

কম টিআরপিতে শেষ হচ্ছে সিরিয়াল (Serial)

শুধুমাত্র টিআরপি কম থাকায় শেষ হয়ে গিয়েছে, এমন সিরিয়ালের (Serial) সংখ্যা কিন্তু কম নয়। কয়েক বছর ভালো নম্বর তোলার পর যেমন সিরিয়াল শেষ হয়, তেমনি মাত্র কয়েক মাস আগে শুরু হওয়া ধারাবাহিকেও (Serial) ইতি টানা হতে পারে হঠাৎ করেই। জি বাংলাতেই খুব শীঘ্র শেষ হতে চলেছে এমন কয়েকটি ধারাবাহিক।

Audience are angry over injustice for this serial

ফের সিরিয়াল নিয়ে অভিযোগ: দর্শক মহলে এই মুহূর্তে দু রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু কিছু সিরিয়াল বন্ধের খবরে দর্শকরা রীতিমতো খুশি। কারণ সেই সব গল্পের প্রতি আগ্রহ হারিয়েছে দর্শকদের একাংশ। আবার কিছু ধারাবাহিকের (Serial) প্রতি ‘অবিচার’ এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। কিছুদিন আগেই ‘ফুলকি’ যোগ্য সম্মান পায়নি বলে অভিযোগ করেছিলেন অনেকে। এবার আরো এক ধারাবাহিক (Serial) নিয়ে উঠল অভিযোগ।

 আরো পড়ুন : ভারতকে ভুলে পাকিস্তানের প্রতি ঝোঁক! ইউনূসের সৌজন্যে সব সীমা পার করল অকৃতজ্ঞ বাংলাদেশ

কী বলছেন দর্শকরা: ইতিমধ্যেই বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘আনন্দী’র নাকি স্লট বদল হতে চলেছে। দর্শক মহলে যথেষ্ট জনপ্রিয়তা পেলেও টিআরপি তালিকায় ‘গীতা LLB’র থেকে পিছিয়ে রয়েছে আনন্দী। আর তার জেরেই নাকি স্লট বদল হতে পারে বলে শোনা যাচ্ছে। এদিকে সোনার সংসার অ্যাওয়ার্ডেও নাকি ঝুলি ভরেনি ধারাবাহিকের (Serial)।

আরো পড়ুন : “ভারত অনেক সুবিধা নেয়, এবার ওরা সাহায্য করুক”, আচমকাই “মুড সুইং” ট্রাম্পের, ব্যাপারটা কী?

সম্ভাব্য অ্যাওয়ার্ড প্রাপকদের যে তালিকা প্রকাশ্যে এসেছে তা থেকে জানা গিয়েছে, সেরা জুটির পুরস্কার পেয়েছে আদিদেব-আনন্দী। তবে এছাড়া আর তেমন কোনো অ্যাওয়ার্ডই নাকি পায়নি এই ধারাবাহিক। আর তার জেরেই ক্ষুব্ধ দর্শকদের একাংশ। অনেকের বক্তব্য, বেশ কিছু সিরিয়াল কম টিআরপি পেয়ে কম দিন শুরু হয়েও বেশি পুরস্কার পেল, অথচ আনন্দীর সঙ্গে এমনটা কেন করা হল? জনপ্রিয়তা সত্ত্বেও আনন্দীর সঙ্গে অবিচার করা হচ্ছে বলে দাবি করেছেন অনেকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X