পাত্তা পায়না নায়ক, ছড়ি ঘোরায় পার্শ্ব চরিত্র, জি এর “বেঙ্গল টপার” মেগা বন্ধের দাবি দর্শকদের

বাংলাহান্ট ডেস্ক : প্রতিটি সিরিয়ালেই (Serial) নায়ক নায়িকা, ভিলেনের পাশাপাশি একগুচ্ছ পার্শ্ব চরিত্রও থাকে। মূল ফোকাস নায়ক নায়িকার উপরে থাকলেও অনেক সময়ই কোনো পার্শ্ব চরিত্র অভিনয়ের জোরে কেড়ে নেয় দর্শকদের নজর। এমন একাধিক সিরিয়াল (Serial) সম্প্রচারিত হয়েছে যেখানে নায়িকা বা নায়ককে ছাপিয়ে গিয়েছে কোনো সাইড ক্যারেক্টার বা ভিলেন। তবে জি এর সিরিয়ালে (Serial) যা ঘটছে তাতে মোটেই খুশি নন দর্শকদের একাংশ।

জি এর সিরিয়াল (Serial) বন্ধের দাবি

জি এর বহু পুরনো সিরিয়াল (Serial) হলেও এখনো টিআরপি ধরে রেখেছে এই মেগা। শুধু তাই নয়, দু বছর পার করেও এখনও সেরা পাঁচের টিআরপি লিস্টে জায়গা করে নেয় সিরিয়ালটি (Serial)। প্রথম দিন থেকেই দর্শকদের ভালোবাসা পেয়ে আসছে সিরিয়ালটি, তবে নিন্দুকদের সংখ্যাও কিন্তু কম নেই। এবার বড়সড় অভিযোগ তুলে ধারাবাহিক বন্ধের দাবি জানাল দর্শকদের একাংশ।

Audience are angry over this zee bangla serial

কী অভিযোগ দর্শকদের: দু বছরেরও বেশি সময় পার করে ফেলেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক (Serial)। গল্পে এসেছে বড় লিপ। মুখ বদল হয়েছে অনেকের, এসেছে নতুন চরিত্র। তবে যে দুটি চরিত্রে বিশেষ বদল হয়নি তারা হল স্বয়ম্ভূ এবং কৌশিকী মুখার্জী। প্রথম থেকেই দর্শকদের একাংশের রোষের মুখে পড়েছে কৌশিকী চরিত্রটি। কখনো সংলাপ নিয়ে ট্রোল, কখনো আবার তাঁর ব্যক্তিগত পরিচয় নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। আসলে তিনি জগদ্ধাত্রীর (Serial) প্রযোজক তথা কাহিনিকার স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী। অনেকের দাবি, সেই কারণেই কৌশিকী চরিত্রটির এত বাড়বাড়ন্ত।

আরো পড়ুন : জোড়া সদস্যের আগমন, শেষের মুখে “জব্বর ধামাকা” জি এর এই সিরিয়ালের পরিবারে!

মুখ খুললেন অভিনেত্রী: নায়ক হিসেবে স্বয়ম্ভূ্র গুরুত্ব নেই, এমন অভিযোগ বহুবার উঠেছে। সম্প্রতি একজন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর রোম্যান্টিক মুহূর্তের দাবি জানিয়ে মেসেজ করলে রূপসা নাকি ব্লক করে দেন। তিনি নাকি চান, সবাই নায়ক নায়িকাকে ভুলে সাইড ক্যারেক্টার (Serial) নিয়ে নাচানাচি করুক। এমনকি স্বয়ম্ভূকে গুরুত্ব না দিতে নায়ক নায়িকার রোম্যান্টিক সিনেও ঢুকে পড়েন তিনি। এরপরেই মুখ খোলেন রূপসা। তাঁর পালটা কটাক্ষ, তিনি হিরোর জায়গা কেড়ে নিয়েছেন? লেখক যদি এতটাই মুর্খ হত তাহলে জগদ্ধাত্রী (Serial) ৩৯ বার বেঙ্গল টপার হত না।

আরো পড়ুন : ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন! চিনের চাপে চিড়ে চ্যাপ্টা হতে বসেছে “কাঙাল” পাকিস্তান

তিনি আরো লেখেন, বহুবার এমন পোস্ট তাঁর চোখে পড়েছে। অবশেষে তিনি জবাব দিতে বাধ্য হয়েছেন। তবে দর্শকদের অনেকেই বলছেন, একথা কেউ অস্বীকার করতে পারবে না যে, সিরিয়ালে (Serial) জগদ্ধাত্রীর পরেই গুরুত্বের বিচারে আসে কৌশিকী চরিত্রটি। অথচ সেখানে থাকার কথা ছিল নায়কের। কিন্তু স্বয়ম্ভূ বেশিরভাগ সময় স্ক্রিন স্পেসই পায় না। অনেকে ‘অর্কমণ্য’ নায়ক বলেও কটাক্ষ করেছেন স্বয়ম্ভূকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর