বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) এখন যা পরিস্থিতি তাতে প্রতি পদক্ষেপ মেপে ফেলতে হচ্ছে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজকদের। নেটিজেনরা মুখিয়ে রয়েছেন ছবি বয়কট করার জন্য। এমন পরিস্থিতিতে কোথায় দর্শকদের আবেগ বুঝে সেই অনুযায়ী সিনেমা বানাবেন তা না, দর্শকদেরই তুলোধনা করছেন বলিউড তারকারা। আলিয়া ভাটের (Alia Bhatt) এমনি এক মন্তব্যে ধিক্কারের ঝড় উঠেছে নেটপাড়ায়।
নেপোটিজম নিয়ে প্রায়ই কুকথা শুনতে হয় মহেশ ভাট কন্যাকে। সম্প্রতি এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি শুধু মুখে নিজের সপক্ষে বলতে পারব না। আপনাদের যদি আমাকে পছন্দ না হয়, আমার সিনেমা দেখবেন না। আমার কিছু করার নেই। আমার এ বিষয়ে কিছুই করার নেই।”
উল্লেখ্য, এর আগে আলিয়ার সম্পর্কে ননদ করিনা কাপুর খানকেও এমনি মন্তব্য করতে দেখা গিয়েছিল। ফল ভাল হয়নি একেবারেই। করিনার সেই মন্তব্য টেনে এনে বয়কটের ডাক দেওয়া হয়েছিল ‘লাল সিং চাড্ডা’কে। আমির করিনার ছবির যে কী হাল তা এখন সকলেই দেখতে পাচ্ছেন।
একই ভুল করেছেন আলিয়া। তাঁর এই মন্তব্য যে বড় ঝড় ডেকে আনতে পারে তা আগেই আন্দাজ করেছিলেন অনেকেই। ঠিক সেটাই হল। টুইটারে ক্ষোভ উপচে পড়ছে নেটনাগরিকদের। কেউ অতিরিক্ত নাক উঁচু স্বভাবের জন্য তুলোধনা করছেন আলিয়াকে। কেউ আবার ব্রহ্মাস্ত্র বয়কট করার জন্য কোমর বাঁধছেন।
Boycott entire Urduwood irrespective of their fake hindu names like Arjun Kapoor, Jahnavi Kapoor, Ranbir Kapoor, Alia Bhatt, Twinkle Khanna, Akshay Kumar,..list is long https://t.co/ffSdL97BnG
— Dr. P (@KrishnBhakt108) August 16, 2022
Alia Bhatt is very angry on public and she said- Don’t watch my film if you don’t like me. Thank you madam. We will honour ur advise. So #BoycottBrahmastra will rock.#Bycottbollywood
#
https://t.co/GETxRZlCWl— Rakesh Kumar (@Rakeshkr14m) August 22, 2022
আলিয়ার মন্তব্যের ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, আলিয়া চান না কেউ তাঁর ছবি দেখুক। তাঁর ইচ্ছা পূরণ হবে। দর্শকরা তাঁদের কাছে শুধু টিকিট ক্রেতা। এই তারকাদের শুধু টাকা চাই, দর্শকদের চাই না। আরেকজন লিখেছেন, আলিয়া দর্শকদের উপরে রেগে আছেন। তিনি বলেছেন, পছন্দ না হলে সিনেমা না দেখতে। অতএব বয়কট ব্রহ্মাস্ত্র।
Alia Bhatt : If u don't like me don't watch me I can't help it
We will all fulfill her wish too
Let's make #Brahmastra 500Cr FLOPBUSTER
We are just tickets buyers for them. They only need your money not you. #BoycottBrahmastra #BoycottBollywood#boycottbrahmastramovie pic.twitter.com/TkVeRS0Li1
— Rahul Sony 🇮🇳 (@Rahulanandsony) August 23, 2022
আরেকটি টুইটে লেখা হয়েছে, গোটা উর্দুউডকে বয়কট করতে হবে। অর্জুন কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, রণবীর কাপুর, জাহ্নবী কাপুর এসব হিন্দু নাম ভুয়ো। আরেকজন লিখেছেন, দর্শকরা সিদ্ধান্ত নেয় তারা কী দেখবে। তাদের বলে দিতে হয় না। নম্রতা, ভদ্রতার তো বালাই নেই, উলটে অহংকার দেখাচ্ছেন! এটা অন্যতম কারণ কেন এই ইন্ডাস্ট্রিকে বয়কট করা হচ্ছে।