দর্শকদের আবেগ নিয়ে খেলেন, খড়কুটোর আগেও অনেক সিরিয়ালে নায়ক-নায়িকাদের মেরে ফেলেছেন লীনা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য শেষ হয়েছে ‘খড়কুটো’ (Khorkuto)। স্টার জলসার অত‍্যন্ত জনপ্রিয় সিরিয়াল (Serial) দু বছর পার করে বিদায় নিয়েছে দর্শকদের ড্রয়িং রুম থেকে। কিন্তু শেষে সিরিয়ালের নায়িকা গুনগুনের মৃত‍্যু দেখানোয় ক্ষোভে ফুঁসছেন ‘সৌগুন’ ভক্তরা। চিত্রনাট‍্যকার লীনা গঙ্গোপাধ‍্যায়ের (Leena Ganguly) উপরে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।

বাংলা সিরিয়ালের জগতে অত‍্যন্ত জনপ্রিয় নাম লীনা গঙ্গোপাধ‍্যায়। তবে তাঁর যেমন প্রশংসক আছে, তেমনি নিন্দুকও রয়েছে অঢেল‌। অনেকেই অভিযোগ করেছেন, নিজের বেশিরভাগ সিরিয়ালেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ চরিত্র, এমনকি খাস নায়ক নায়িকাকেই মেরে ফেলেন লীনা। খড়কুটো প্রথম নয়, এর আগেও একাধিক সিরিয়ালে প্রিয় চরিত্রদের মৃত‍্যু দেখিয়েছেন তিনি। রইল সম্পূর্ণ তালিকা-


কোজাগরী- কোজাগরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। তাঁর চরিত্রটির মৃত‍্যু দেখিয়েই শেষ হয়েছিল সিরিয়াল।


পুণ‍্যি পুকুর- সিরিয়ালে মুখ‍্য চরিত্রে মনামী ঘোষকে দেখা গেলেও অন‍্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা আঢ‍্য। সিরিয়ালের শেষে তাঁর চরিত্রটির মৃত‍্যু দেখানো হয়েছিল।


নকশি কাঁথা- যশ শবনমের প্রেম দর্শক টেনেছিল ভালোই। কিন্তু শেষে অভিনেতা সুমন দে অর্থাৎ যশের মৃত‍্যু দেখিয়েই শেষ করে দেওয়া হয়েছিল নকশি কাঁথা।


শ্রীময়ী- সাম্প্রতিক তম সিরিয়ালের মধ‍্যে অন‍্যতম শ্রীময়ী। অত‍্যন্ত জনপ্রিয় এই সিরিয়ালেও শ্রীময়ীর স্বামী রোহিত সেনের মৃত‍্যু দেখানো হয়েছিল শেষে।


প্রসঙ্গত, স্টার জলসার সবথেকে জনপ্রিয়তম সিরিয়ালগুলির মধ‍্যে একটি ছিল খড়কুটো। অনেকদিন পর্যন্ত সাপ্তাহিক টিআরপি তালিকার সেরা দশের মধ‍্যে ছিল খড়কুটো। কিন্তু নিত‍্য নতুন সিরিয়ালের চাপে ধীরে ধীরে কমতে থাকে টিআরপি।

এক সময়কার বাংলা সেরা সিরিয়ালের জায়গা হয় প্রাইম টাইম ছেড়ে দুপুরের স্লটে। টিআরপি কমতে কমতে প্রতিযোগিতা থেকেই ছিটকে যায় খড়কুটো। কিন্তু সিরিয়ালটা যে এভাবে শেষ করে দেওয়া হবে তা ভাবতেও পারেননি ভক্তরা।

X