ভাই-বোনের বিয়ে দেখাচ্ছেন! লেখিকাকে ধিক্কার জানাই, ‘ধুলোকণা’য় লালনের তিন নম্বর বিয়ে নিয়ে ছিছিক্কার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়াল (Serial) নিয়ে বিতর্ক নতুন ব‍্যাপার নয়। পরকীয়া, কূটকাচালি, গল্পে যৌক্তিকতার অভাব নিয়ে অভিযোগ লেগেই থাকে দর্শকদের একাংশের। এই মুহূর্তে স্টার জলসার ‘ধুলোকণা’কে (Dhulokona) কাঠগড়ায় তুলেছেন তারা। একটা সিরিয়ালে আর কতবার বিয়ে দেগানো হবে? প্রশ্ন দর্শকদের। এই নিয়ে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে লালন। তাও আবার নিজের বোনের সঙ্গে!

ধুলোকণার দর্শকরা ভালভাবেই জানেন সমুদ্রে ডুবে লালনের স্মৃতি হারিয়ে গিয়েছে। প্রথমে ফুলঝুরি জানতোই না যে লালন বেঁচে আছে। বিধবার বেশ ধারণ করেছিল সে। এদিকে লালনকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন এক চিকিৎসক। পরে ফুলঝুরি লালনের খোঁজ পেলেও স্ত্রীকে দেখে কিছুই চিনতে পারে না সে।


এদিকে নিজের মেয়ে তিতিরের সঙ্গে লালনের (যে এখন গোগোল) বিয়ে ঠিক করে তার মা। তিতিরের চিকিৎসক বাবাও চান যাতে ওই বিয়ের আসরেই লালনের সব স্মৃতি ফিরে আসে। বিয়ের দিন বাড়ির লোকের কথায় লাল টুকটুকে বেনারসীতে সেজে লালনের সামনে আসে ফুলঝুরি। এদিকে তিতির আর তার মা চায় না লালনের স্মৃতি ফিরুক।


কাণ্ড দেখে দর্শকরা রীতিমতো বিরক্ত। একজন লিখেছেন, ভাই বোনের বিয়ে হতে এই প্রথম বার দেখলাম। লেখিকাকে খুব কঠোর ভাষায় ধিক্কার জানাই। আরেকজন লিখেছেন, লালনের সঙ্গে তিতিরের বিয়ে হওয়া একেবারেই উচিত নয়। নিজের ছেলে বলছিল লালনকে। এখন আবার সেই ছেলেই হবে জামাই! এমনিতে লালনের কিছু মনে পড়ছে না। অথচ বিয়ের নামে একপায়ে খাড়া। সবসময় ফুলঝুরিকে কেন সহ‍্য করতে হবে?

https://www.instagram.com/tv/Cj5BVFZvOZL/?igshid=YmMyMTA2M2Y=

অনেকে লেখিকা লীনা গঙ্গোপাধ‍্যায়কে কটাক্ষ করেছেন নিজের সব সিরিয়ালে পরকীয়া আর নোংরামি ঢোকানোর জন‍্য। একই অভিযোগে অভিযুক্ত ‘গুড্ডি’ও। যদিও একটা কথা অস্বীকার করার উপায় নেই, বিয়ের ট্র‍্যাক শুরু হতে বেশ ভাল টিআরপি উঠছে ধুলোকণার। এ সপ্তাহে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল।

X