“আর মানা যাচ্ছে না”, হারিয়েছে পুরনো ম্যাজিক, জি বাংলার সিরিয়াল বন্ধের দাবি দর্শক মহলে!

বাংলাহান্ট ডেস্ক : দর্শকরাই টেলিভিশনের লক্ষ্মী। তারাই এনে দেন টিআরপি, যার উপরে নির্ভর করে যেকোনো সিরিয়ালের (Serial) ভবিষ্যৎ। টেলিপাড়ার অলিখিত নিয়ম মেনে সর্বক্ষণই শুরু হচ্ছে আর বন্ধ হচ্ছে কোনো না কোনো সিরিয়াল। কিন্তু কতটুকু সময়ের জন্য তারা জায়গা পাবে পর্দায় তা নির্ভর করে টিআরপির উপরে। দর্শকরা মুখ ফেরানো মানে সেই সিরিয়ালের (Serial) বিদায় ঘন্টা বেজে যাওয়া।

দর্শকদের উপরেই নির্ভর করে টিআরপি (Serial)

দর্শকদের মারফতেই জনপ্রিয়তা বাড়ে সিরিয়ালের (Serial)। দর্শকরা দেখলেই টিআরপি ওঠে ধারাবাহিকের। কোনো সিরিয়ালের প্রতি দর্শকদের আগ্রহ হারালে দ্রুত নামতে থাকে নম্বর। তাই দর্শকদের আকর্ষণ করতে নানান টুইস্ট নিয়ে আসেন সিরিয়াল (Serial) নির্মাতারা। কিন্তু অনেক সময় এতে হয় হিতে বিপরীত।

Audience are now against this serial of zee bangla

আগ্রহ হারাচ্ছে দর্শক: সম্প্রতি জি বাংলার একটি ধারাবাহিকের (Serial) ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। শুরুর দিকে সিরিয়ালটি দর্শকদের বেশ পছন্দ থাকলেও ধীরে ধীরে যেন আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকে। কথা হচ্ছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক (Serial) নিয়ে। বর্তমানে এই ধারাবাহিকটি নিয়ে বেশ অসন্তোষ ছড়িয়েছে দর্শকদের একাংশে। আসলে সিরিয়ালটি (Serial) সম্প্রতি ট্র্যাক বদলানোয় গল্পে পরিবর্তন এসেছে।

আরো পড়ুন : সীমান্তে ফের বাংলাদেশের দাদাগিরি! এবার BSF-এর কাজে দেওয়া হল বাধা, তারপরে যা ঘটল….

কী চলছে গল্পে: শ্যামলী অনিকেতের মধ্যে দূরত্ব বেড়েছে। মন্দার চরিত্রটিকেও এখন দেখা যাচ্ছে না সিরিয়ালে। গল্পের মোড় বদলানোয় দর্শকদের একাংশ আগ্রহ হারিয়ে ফেলছেন দ্রুত। আবার সিরিয়ালে (Serial) যেভাবে পরকীয়া, নায়ক নায়িকার জেদ দেখানো হচ্ছে তাতে অনেকে বিরক্ত হয়ে উঠেছেন। অন্যদিকে স্টার জলসায় ‘গৃহপ্রবেশ’ দ্রুত জনপ্রিয়তা বাড়াচ্ছে।

আরো পড়ুন : সিরিয়ালে বিচ্ছেদ, বাস্তবে গদগদ প্রেম! সেটেই সম্পর্কে জড়ালেন জলসার মেগার নায়ক নায়িকা!

এমতাবস্থায় অনেকে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালটিকে বন্ধ করার দাবি জানিয়েছেন। এবার আগামীতে সিরিয়ালে কী চমক আসতে চলেছে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। পাশাপাশি টিআরপিতে কী বদল হয় সেটাও দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর