বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের পছন্দসই গল্প উপহার দিয়ে তাদের নজর আকর্ষণ করা সহজ নয়। উপরন্তু বর্তমানে সিরিয়ালের (Serial) গল্প, ধরণ ধারণে এসেছে বড় পরিবর্তন। এমতাবস্থায় অনেক সিরিয়ালই (Serial) বন্ধ হয়ে যাচ্ছে সময়ের আগেই। গল্পে নানান বদল এনে, নানান মোড় এনে দর্শক ধরে রাখার চেষ্টা করা হচ্ছে ঠিকই, তবে কিছু কিছু ধারাবাহিক শুরু থেকেই যেভাবে ব্যাকফুটে রয়েছে তাতে চিন্তা বাড়ছে নির্মাতাদের।
পিছিয়ে যাচ্ছে স্টার জলসার সিরিয়াল (Serial)
বর্তমানে টিআরপি তালিকার দিকে এক ঝলক তাকালেই বোঝা যাবে কে এগিয়ে রয়েছে আর কে পিছিয়ে রয়েছে। প্রাইম টাইমের স্টার জলসার অধিকাংশ সিরিয়ালই (Serial) পিছিয়ে রয়েছে জি বাংলার তুলনায়। টিআরপি লিস্টে জায়গা করতে পারলেও স্লট দখলে রাখতে ব্যর্থ হচ্ছে তারা। এমতাবস্থায় বিরক্ত দর্শকদের তরফে উঠল নায়ক বদলের দাবি।
সদ্য শুরু হয়েছে সিরিয়াল: সবে মাত্র এক মাস হল শুরু হয়েছে ‘চিরসখা’ সিরিয়ালটি (Serial)। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এবং প্রযোজনায় সিরিয়ালটি শুরুর আগেই বিতর্কে ছিল। মধ্যবয়সী এক না বলা প্রেম কাহিনি উঠে আসবে এই সিরিয়ালে (Serial)। অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়ের জুটি প্রথম বার দেখা যাচ্ছে কোনো সিরিয়ালে। তবে দর্শকদের তরফে এসেছে আপত্তি।
আরো পড়ুন : জি-কে কড়া চ্যালেঞ্জ, দেব-যশের “ধামাকা” পারফরম্যান্স, গীতা-কথা-ঝিল্লিরা জমিয়ে দিলেন পরিবার অ্যাওয়ার্ড!
টিআরপি ধরতে ব্যর্থ মেগা: আসলে একটি মাস গড়িয়ে গেলেও টিআরপির দেখা নেই চিরসখায় (Serial)। ‘শুভ বিবাহ’কে সরিয়ে রাত নটায় শুরু হওয়ার পর থেকেই স্লট লিডার হচ্ছে প্রতিপক্ষ ‘মিত্তির বাড়ি’। একদিনও স্লট ধরতে পারেনি ধারাবাহিকটি। আর তাতেই বিরক্ত দর্শকদের একাংশের। কারোর মতে, এই ধরণের পরকীয়া বা অসমবয়সী প্রেম কাহিনির জেরেই টিআরপি আসছে না সিরিয়ালে (Serial)। অনেকে আবার একে ‘শ্রীময়ী’র সঙ্গেও তুলনা করেছেন।
আরো পড়ুন : নায়িকা বদলেও TRP-র দেখা নেই, দর্শক টানতে নতুন মুখের এন্ট্রি এই সিরিয়ালে
চলতি সপ্তাহেও মিত্তির বাড়ির তুলনায় পিছিয়ে রয়েছে এই সিরিয়াল। এমতাবস্থায় দর্শকদের একাংশ দাবি তুলেছেন নায়ক বদলের। অনেকের মতে, সুদীপকে বদলে ঋষি কৌশিককে আনা উচিত চিরসখায়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নির্মাতারা। আগামী সপ্তাহে টিআরপি ধরতে পারে কিনা কমলিনী স্বতন্ত্র, সেটাই দেখার অপেক্ষা।