বাংলাহান্ট ডেস্ক: ক্রিকেটপ্রেমী ‘উমা’ (Uma) বিদায় নিয়েছে গতকাল। বছর ঘোরার আগেই তড়িঘড়ি শেষ করে দেওয়া হয়েছে উমা অভিমন্যুর গল্প। বদলে এসেছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ওরফে জ্যাস। সাধারণের আড়ালে অসাধারণ এক মেয়ের কাহিনি নিয়ে শুরু হয়েছে এই নতুন সিরিয়াল। আপাত ভীতু, ঘরোয়া এক মেয়ে জগদ্ধাত্রী, যে কিনা গোপনে স্পেশ্যাল ক্রাইম ব্র্যাঞ্চ অফিসার জ্যাস হয়ে কাজ করে। ২৯ অগাস্ট থেকে শুরু হল নতুন সিরিয়াল।
প্রথম পর্বে মিলে মিশে গিয়েছে রহস্য আর যৌথ পরিবারের গল্প। জগদ্ধাত্রী তার সৎ মা ও সৎ বোনের দু চক্ষের বিষ। পরিবারের বেশিরভাগ মানুষই তাকে পছন্দ করে না। এমনকি জগদ্ধাত্রী যাকে পছন্দ করে সেও আসলে চরিত্রহীন, অহঙ্কারী। এর মধ্যেও যদিও কয়েকজন রয়েছে যারা জগদ্ধাত্রীকে নিঃশর্ত ভাবে ভালবাসে। তবে জগদ্ধাত্রীর ‘জ্যাস’ অবতারের কথা অবশ্য শুধু তাঁর ছোটবেলার বন্ধুই জানে।
সিরিয়ালের প্রোমো দেখে অনেকেই প্রশংসা করেছিলেন। নতুন ধরণের গল্প দেখার আশায় উৎসুক হয়ে ছিলেন দর্শকরা। কিন্তু জগদ্ধাত্রীর প্রথম পর্ব হতাশ করেছে তাদের। চ্যানেলের পোস্টে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা। অনেকের মতেই, প্রোমো ভাল হলেও প্রথম পর্ব একেবারেই আশাপূরণ করতে পারেনি। এর থেকে উমা অনেক ভাল ছিল।
একজন লিখেছেন, প্রথম থেকেই কূটকাচালি শুরু হয়ে গিয়েছে। বাইরে গুন্ডা পেটাচ্ছে আর বাড়িতে নিজেই অত্যাচারিত। আরেকজনের কটাক্ষ, ২-৩ সপ্তাহ পরে সিঁদুর উড়ে গিয়ে মাথায় ধুমতানানানা করে পড়বে। তারপরেই তো আসল খেলা শুরু, এখন ট্রেলার চলবে।
২৮ অগাস্ট রবিবার শেষ হয়ে গিয়েছে ‘উমা’। আলিয়াকে শাস্তি দিয়ে নিজের পরিবারকে সব ফিরিয়ে দিয়েছে উমা। টুর্নামেন্টও জিতে ফিরেছে সে। তড়িঘড়ি উমা শেষ করে ওই স্লটেই শুরু হয়েছে জগদ্ধাত্রী। তবে অনেকে এখনো আশাবাদী, প্রথম পর্ব থেকেই বিচার করা ঠিক নয়। পরবর্তীকালে হয়তো ভাল হতেও পারে সিরিয়ালটা।