দেবের ‘ব্যোমকেশ’ পাশ করল নাকি ডাহা ফেল? বাংলাহান্টের ক্যামেরায় জনতার বিষ্ফোরক প্রতিক্রিয়া!

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের ‘ব্যোমকেশ’দের (Byomkesh) তালিকায় জুড়ল আরো এক নাম, দেব (Dev)। নতুন প্রজন্মের ‘মহানায়ক’ ভিন্ন ধরণের ছবি শুরু করার পর থেকে এবার ‘ব্যোমকেশ’ এর জুতোতেও পা গলিয়ে ফেললেন। এর আগে উত্তম কুমার থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুজয় ঘোষ, যিশু সেনগুপ্তরা করেছেন এই চরিত্রে অভিনয়। এমনকি বলিউডেও হয়েছে ব্যোমকেশ। অভিনয় করতে দেখা গিয়েছে রজিত কাপুর, সুশান্ত সিং রাজপুতদের।

এদের মধ্যে কারো কারো অভিনয় দর্শক সাদরে গ্রহণ করেছেন, কাউকে আবার তেমন ভাবে মনেই রাখা হয়নি। কিন্তু আগের সব ব্যোমকেশদের সামনে দেবের ব্যোমকেশ শুরু থেকেই ছিল ব্যাকফুটে। সত্যান্বেষীর ভূমিকায় অভিনয়ের ঘোষণা করতেই দেবকে হতে হয়েছিল খিল্লির শিকার!

Audience review dev byomkesh film
কেউ প্রশ্ন তুলেছিলেন অভিনয় দক্ষতা নিয়ে, কেউ আবার কটাক্ষ করেছিলেন ‘তোতলা ব্যোমকেশ’ বলে। কিন্তু দেব প্রথম থেকেই ছিলেন আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই তিনি এও বলেছিলেন, খ্যাতনামা হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলান ব্যোমকেশ বানালে নাকি এমন ভাবেই বানাতেন! দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন ‘অজিত’ অম্বরীশ ভট্টাচার্যও।

আরও পড়ুন: দিন ফুরোলো দীপা-জগদ্ধাত্রীর, আসন্ন ‘তোমাদের রাণী’র নজরকাড়া নায়ক-নায়িকার পরিচয় জানেন?

গতকাল ১১ অগাস্ট মুক্তি পেয়েছে ব্যোমকেশ ও দূর্গরহস্য। মনে কতটা দাগ কাটতে পারলেন দেব? নোলান থুড়ি বিরসা দাশগুপ্ত পরিচালিত ব্যোমকেশকে কত নম্বর দিলেন দর্শকরা? বাংলাহান্টের ক্যামেরায় উঠে এল প্রথম প্রতিক্রিয়া।

আরও পড়ুন: দিয়েছেন একের পর এক হিট ছবি, একটি কাজই ডাকল সর্বনাশ! ৬ মাসের জেলের সাজা জনপ্রিয় অভিনেত্রীর

ব্যোমকেশ ও দূর্গ রহস্য দেখে কেউ দেবের প্রশংসায় পঞ্চমুখ, কেউ আবার বিনা বাক্যবয়ে রিজেক্ট করলেন অভিনেতাকে। একজনের মতে, দেবের কণ্ঠস্বর এই ধরণের চরিত্রের জন্য একেবারেই মানানসই নয়। কারণ তাঁর কণ্ঠস্বর নাকি মেয়েলি। আরেকজনের মতে, উত্তম কুমারই ছিলেন পারফেক্ট ব্যোমকেশ। দেব একেবারেই পারেননি।

দেব ভক্তরা অবশ্য অভিনেতা তথা ছবির ঢালাও প্রশংসা করেছেন। কারোর মতে, এই ব্যোমকেশ বাণিজ্যিক। সেই দিক থেকে মন্দ করেননি দেব। তবে টলিউডে এ যাবৎ সেরা ব্যোমকেশ হিসেবে আবির এবং অনির্বাণকেই এগিয়ে রাখলেন তরুণ প্রজন্মের অধিকাংশ দর্শক।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর