বাংলাহান্ট ডেস্ক : যেকোনো সিরিয়ালেই (Serial) নায়িকার গুরুত্বকে বাড়িয়ে তুলতে ব্যবহার করা হয় খলনায়িকাকে। এক্ষেত্রে ভিলেনের গুরুত্বপূর্ণ অপরিসীম। ভিলেন নিজে খারাপ হয়ে নায়িকাকে মহৎ করে তোলে। অনেক সময় খলনায়িকার (Serial) অভিনয় এতই ভালো হয় যে দর্শকরাও বিরক্তি প্রকাশ করেন, কিংবা অভিনেত্রী বাতিলের দাবি করেন। জি বাংলার এক জনপ্রিয় অভিনেত্রীর (Serial) সঙ্গেও বর্তমানে ঘটছে এমন ঘটনা।
জি বাংলার সিরিয়ালে (Serial) নায়িকা বদলের দাবি
শুরুটা তাঁর নায়িকা হিসেবে। ছোটপর্দায় খুবই পরিচিত নাম তিনি। পরপর ধারাবাহিকে নায়িকা হিসেবে দেখা গেলেও বর্তমানে জি বাংলার এক জনপ্রিয় সিরিয়ালে (Serial) তাঁকে ভিলেন হিসেবে দেখা যাচ্ছে। চরিত্রটি এতটাই দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তিনি, যে অনেক সময় দর্শকরা নায়িকা বদলের দাবিও তুলেছেন। এখানেই তাঁর অভিনয় সার্থকতা।
দর্শকরা মানতে পারছেন না মোটেই: কথা হচ্ছে অভিনেত্রী দেবাদৃতা বসুর ব্যাপারে। বর্তমানে জি বাংলার ‘মিঠিঝোরা’ সিরিয়ালে (Serial) খলনায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। নীলাঞ্জনা ওরফে নীলুর চরিত্রে অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন তিনি। তবে আসছে বিরূপ মন্তব্যও। অনেকেই দেবাদৃতাকে এমন চরিত্রে মেনে নিতে পারছেন না মোটেই।
আরো পড়ুন : আবির জমানা শেষ, জলসার পাট চুকিয়ে জি বাংলায় ফিরছেন যিশু! এবার কোন ভূমিকায়?
কী বলছেন অভিনেত্রী: আসলে দেবাদৃতার শুরুটা হয়েছিল নায়িকা হিসেবেই। বাড়িতে বাবা এবং বোনও যুক্ত অভিনয় জগতের সঙ্গে। কিন্তু হঠাৎ করে এমন নেতিবাচক চরিত্র (Serial) কেন বেছে নিলেন দেবাদৃতা? অভিনেত্রী বলেন, নীলাঞ্জনা চরিত্রটি অনেকটাই মুখ্য চরিত্রের মতোই মনে হয়েছে তাঁর কাছে। তাছাড়া নিজের অভিনয় প্রতিভা দর্শকদের বোঝানোর জন্য বিভিন্ন চরিত্রে অভিনয় করা উচিত। পরবর্তীতে আবারো নায়িকার (Serial) চরিত্রে অভিনয় করবেন। তবে নেগেটিভ চরিত্রে টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয়ও দেবাদৃতার নেই।
তাঁর কথায়, নীলাঞ্জনা পরিস্থিতির শিকার। তাই সে এমন কিছু কাজ করতে বাধ্য হচ্ছে যা অন্যের চোখে খারাপ। দেবাদৃতা বলেন, তাঁর অনুরাগীরাও তাঁকে এই চরিত্রে মেনে নিয়েছেন। অনেকে অবশ্য বলেন, এই রকম চরিত্রে তাঁকে দেখতে পারছেন না। সেক্ষেত্রে তিনি চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছেন বলেই মনে করেন দেবাদৃতা।