বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের দাবিতে অনেক কিছুই সম্ভব নয় সিরিয়ালে (Serial)। দর্শকরা মুখ ফেরালে রাতারাতি বদলে যায় গল্পের ট্র্যাক। তেমনি তাদের ধরে রাখতে চলে নিত্য পরীক্ষা নিরীক্ষা। গল্পে টুইস্ট এনে, নতুন নায়ক নায়িকাদের ঢুকিয়ে কিংবা কোনো চরিত্রকে বাদ দিয়ে নানান এক্সপেরিমেন্ট করতে থাকেন নির্মাতারা।
অভিনয়ের উপরে নির্ভরশীল সিরিয়ালের (Serial) সাফল্য
যেকোনো সিরিয়ালের সাফল্য নির্ভর করে গল্প এবং নায়ক নায়িকাদের অভিনয়ের উপরে। অবশ্য শুধু নায়ক নায়িকা নয়, খলনায়ক খলনায়িকার গুরুত্বও সমান। এক একসময় ভিলেনের চরিত্রে এতই ভালো অভিনয় করেন কেউ কেউ, যে দর্শকদের অনেকে সেটাই সত্যি ভেবে বসেন। এটাও যেকোনো অভিনেতা অভিনেত্রীর জীবনে একটা পাওনা।
নায়িকা বদলের দাবি সিরিয়ালে: ভিলেনের চরিত্রে অভিনয় সহজ নয়, একথা বহুবার বলতে শোনা গিয়েছে শিল্পীদের। এমনকি অনেক সময় অভিনয় মনে না ধরলে যেমন নায়ক নায়িকা বদলের দাবি ওঠে, তেমনি ভিলেন অত্যন্ত কুটিল চরিত্র ফুটিয়ে তুললেও ওঠে বদলের দাবি বা চরিত্রটি শেষ করে দেওয়ার দাবি। এবার জি বাংলার একটি সিরিয়ালের ক্ষেত্রেও উঠল একই রকম দাবি।
আরো পড়ুন : হুড়মুড়িয়ে চড়বে TRP! ফিরছে জনপ্রিয় জুটি, জলসা থেকে বাদ পড়ে জি এর টপার মেগায় এন্ট্রি নায়িকার!
কী বলছেন দর্শক: জি বাংলায় ‘মিঠিঝোরা’ সিরিয়ালে নীলাঞ্জনা ওরফে নীলুর চরিত্রে অভিনয় করছেন দেবাদৃতা বসু। গল্পের শুরুতে চরিত্রটি পজিটিভ থাকলেও ধীরে ধীরে তা নেগেটিভ হয়ে ওঠে। একসময় এতটাই নেগেটিভ হয়ে যায় নীলু চরিত্রটি যে রীতিমতো বিরক্ত হয়ে ওঠে দর্শক। বর্তমানে দেখা যাচ্ছে, নিজের দিদি রাইকে শেষ করে দিতে মরিয়া হয়ে উঠেছে নীলু। আর এই দেখেই দর্শকদের অনেকে বিরক্ত। অনেকের প্রশ্ন, দেবাদৃতার মতো মিষ্টি মেয়েকে কেন এমন ভিলেন চরিত্রে দেখানো হচ্ছে?
আরো পড়ুন : হারিয়েই গিয়েছিলেন সিরিয়াল থেকে, লম্বা বিরতির পর কামব্যাক জি এর নায়িকার! ভাইরাল “দুর্ধর্ষ” প্রোমো
উল্লেখ্য, দেবাদৃতার শুরু হয়েছিল নায়িকা হিসেবেই। একাধিক সিরিয়ালে পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁকে এমন চরিত্রে মানতে পারছেন না অনেকেই। তাই উঠেছে খলনায়িকা বদলের দাবি, নয়তো চরিত্রটি শেষ করে দেওয়ার দাবি। অবশ্য সিরিয়ালে দেখানো হয়েছে, পুলিশের হাতে গ্রেফতার হয়েছে নীলু। অনেকের মতে, এবার শেষ করে দেওয়া হতে পারে চরিত্রটি বা পজিটিভও হয়ে যেতে পারে নীলু। শেষমেষ অবশ্য কী হয় তা বলবে সময়।