চাকরি পেতে হলে দিতে হবে টাকা! ভাইরাল অডিওয় তৃণমূল মন্ত্রীর নাম! শোরগোল তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় শোরগোল বঙ্গ রাজনীতিতে। চাকরি দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার নয়ছয়ের অভিযোগে জেরবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) আর এর মাঝে এবার উঠে এলো ভাইরাল অডিও ক্লিপ; যেখানে এক তৃণমূল নেত্রীকে বলতে শোনা গেছে, “টাকা ছাড়া চাকরি দেওয়া হবে না।” বর্তমানে অডিও ক্লিপটির সত্যতা যাচাই করা সম্ভব না হলেও এটিকে ঘিরে তুমুল বিতর্কে সৃষ্টি হয়েছে।

সম্প্রতি যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, সেখানে দুইজন মহিলার মধ্যে একজন অপরজনকে ‘মিনতিদি’ বলে সম্মোধন করেন। পরবর্তীতে মিনতিদি নামের ওই মহিলা বলেন, “জমি হোক কিংবা অঙ্গনওয়াড়ি ও সরকারি চাকরি, সব ক্ষেত্রেই টাকা দিতে হবে। নাহলে কাজ হবে না।”

   

পরবর্তীতে ওই মহিলা আরো বলেন, “আমি নিজে টাকা না নিলেও কাজ হবেই। আর যদি না হয়, তবে সেই টাকা ফেরত দেওয়া হবে। যারা টাকা নিয়েছেন, তাদের কথা আমি চন্দ্রিমাদিকে জানিয়েছি।” বর্তমানে এই অডিও ক্লিপকে কেন্দ্র করে শুরু হয়েছে বিস্তর জল্পনা। এই ইস্যুকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এখানে ‘মিনতিদি’ আসলে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভানেত্রী মিনতি হাজরা বলেই দাবি বিজেপির। আবার ‘চন্দ্রিমা’ বলতে এখানে তৃণমূল কংগ্রেস মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে উল্লেখ করা হয়েছে বলেও অভিযোগ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলি।

এ প্রসঙ্গে এক সিপিএম নেতা বলেন, “রাজ্যে যদি কেউ চাকরি পেতে চায়, তবে তাকে টাকা দিতেই হবে; এই অভিযোগটি আমরা অনেকদিন ধরেই করে আসছি। সম্প্রতি ভাইরাল অডিও ক্লিপটি সেই কথা প্রমাণ করলো।”

যদিও যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই মিনতিদেবী এবং চন্দ্রিমা ভট্টাচার্য সকল অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল নেত্রী মিনতি হাজরা বলেন, “এই ক্লিপটি ভুয়ো। আমার গলা নকল করা হয়েছে। দুর্গাপুরের এক মহিলার দ্বারা এই চক্রান্ত করা হয়েছে।” অপরদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এই প্রসঙ্গে আমি কিছু জানি না।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর