পুরভোটের আগে ভাইরাল শিশির বিস্ফোরক অধিকারীর অডিও ক্লিপ, তুঙ্গে রাজনৈতিক তরজা

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের নির্বাচনে এখন অডিও লিক হওয়ার ঘটনা জলভাত হয়ে গিয়েছে। একুশের নির্বাচনের ঠিক আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও লিক হয়েছিল, যেখানে মুখ্যমন্ত্রীকে এক বিজেপি নেতাকে ফোন করে তাঁকে জিতিয়ে দেওয়ার আবেদন করতে দেখা গিয়েছিল।

সেই অডিও জনসমক্ষে আসার পর চারিদিকে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। তৃণমূল প্রথমে সেই অডিও’র সত্যতা নিয়ে প্রশ্ন তুললেও, খোদ মুখ্যমন্ত্রী মমতা জোর গলায় বলেছিলেন, হ্যাঁ আমি ফোন করেছি। বেশ করেছি, আবারও করব। ওনার এই উক্তিতে এটুকু স্পষ্ট হয়েছিল যে, ফোনটা তিনিই করেছিলেন।

যদিও, ফোন করে কোনও লাভ হয়েছিল না তৃণমূল নেত্রীর। যেই আসনে নিজেকে জেতানোর জন্য বিজেপি নেতাকে ফোন করেছিলেন মমতা, সেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী জিতেছিলেন। এমনকি বিজেপির নেতাও মুখ্যমন্ত্রীর মুখের উপরে ওনাকে সাহায্য করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।

এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় সহ আরও কয়েকজন নেতার অডিও ক্লিপ লিক হয়েছিল। এরপর তৃণমূল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছিলেন যে, তার এবং তার দলের সব নেতার ফোন ট্যাপ করছে কেন্দ্র সরকার।

সেই ঘটনার রেশ কেটে গিয়েছে ঠিকই, কিন্তু অডিও লিক হওয়ার প্রবণতা কমেনি। এবার অডিও লিক হল রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর। ভাইরাল হওয়া ওই অডিওতে তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে বিজেপির প্রার্থীকে সাহায্য করার কথা বলতে শোনা যাচ্ছে।

লিক হওয়া অডিও ক্লিপে দুজনার কণ্ঠস্বর শোনা গিয়েছে। একজনকে শিশির অধিকারী বলে দাবি করা হচ্ছে। আরেকজনকে কাঁথির ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা নিত্যানন্দ বলে দাবি করা হচ্ছে। অডিওতে শিশির অধিকারীকে তৃণমূল নেতার কাছে শুভেন্দু অধিকারীর প্রার্থীকে জিতিয়ে দেওয়ার আবেদন করতে শোনা যাচ্ছে।

দুজনার কথোপকথন ভাইরাল হওয়ার পর শিশির অধিকারী বলেছেন, ‘অডিওটা হায়দ্রাবাদে পরীক্ষার জন্য পাঠাতে বলুন। আমি যদি কাউকে ভোট দিতে বলি, সেটা অপরাধ নাকি?

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর