অডিয়ো বার্তায় কী জানালেন লারা?জেনে নিন

 

বাংলা হান্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি অডিয়ো প্রকাশ করা হয়েছে, যেখানে লারা নিজেই জানিয়েছেন এখন সম্পূর্ণ বিপন্মুক্ত।নিজেই তার সুস্থতার বার্তা দিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি ব্রায়ান লারা।

 

এই অডিয়ো বার্তায় লারা জানিয়েছেন, ‘আমি জানি সকলেই এই ঘটনায় খুব চিন্তিত। আমার ধারণা, আজ সকালে আমি জিমে একটু বেশিই সময় দিয়ে ফেলেছিলাম, তাই বুকে ব্যথা বোধ করি। …হাসপাতালের বেডে শুয়ে প্রয়োজনীয় সব রকম স্বাস্থ্য পরীক্ষা করাতে করাতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার খেলা দেখছি। আশা করছি, অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে রুখে দিতে পারবে।’

32bac img 20190626 wa0007 1

মঙ্গলবার একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় মুম্বইয়ের পরেলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পঞ্চাশ বছর বয়সী লারা কে যিনি
বর্তমানে বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে মুম্বইয়ে রয়েছেন।

সম্পর্কিত খবর