স্বয়ং মুখ্যমন্ত্রী চেয়ে নেওয়ায় মুড়ি হয়ে গেছে প্রসাদ, এবার তা গ্রামে সবার মধ্যে বিলি করবেন দেবাশিস

বাংলাহান্ট ডেস্ক : নিজেদের খাওয়ার জন্য সঙ্গে করে নিয়ে এসেছিলেন মুড়ি। কিন্তু সেই মুড়ি যে প্রসাদ হয়ে উঠবে তা কখনোই ভাবতে পারেননি পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে আসা তৃণমূল কর্মী দেবাশিস মুখোপাধ্যায় ও নিরঞ্জন পাল।

একুশে জুলাই এর সভায় মুড়ির উপর জিএসটি চাপানো নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মুড়িতে জিএসটি, চিড়েতে জিএসটি, হাসপাতালে ভর্তি হলে জিএসটি, এই জিএসটি ফিরিয়ে নাও নয়তো মোদি সরকার বিদায় নাও।” বক্তব্য রাখার সময় প্রতিকী প্রতিবাদ হিসেবে উপস্থিত জনগণের মধ্যে থেকে তিনি একটু মুড়ি চেয়ে নেন। সেই সময় মুখ্যমন্ত্রীকে নিজেদের সাথে আনা মুড়ি তুলে দেন আউশগ্রামের দেবাশিস মুখোপাধ্যায়। এরপর সেই মুড়ি আবার তাদের হাতে ফিরিয়েও দেন মুখ্যমন্ত্রী।

   

এই ঘটনা যেন বিশ্বাসই করতে পারছেন না সভায় আগত ওই তৃণমূল কর্মীরা। আপ্লুত দেবাশিষ মুখোপাধ্যায় বলেন, “যবে থেকে দিদি শহীদ দিবস পালন করছে তবে থেকে আসছি। আসার সময় গ্রাম থেকে কিছু মুড়ি নিয়ে এসেছিলাম টিফিন করব বলে। কিন্তু সেই মুড়ি যে দিদি হাতে নেবেন তা ভাবতেও পারিনি। আমাদের কাছে এই মুড়ি এখন প্রসাদ। এই মুড়ি গ্রামে নিয়ে গিয়ে সকল গ্রামবাসীদের মধ্যে বিলি করব।”

দেবাশিষের সঙ্গী নিরঞ্জন পাল জানান, “দিদি যে এভাবে আমাদের কাছ থেকে মুড়ি নেবেন তা ভাবতেও পারিনি। আমাদের জীবন ধন্য।” তৃণমূলের শহীদ দিবসে দেবাশিষের সাথেই ৩০ জন তৃণমূল কর্মীর একটি দল আজ ধর্মতলায় পৌঁছায়। সেখানে এই ধরনের “মুড়ি কাণ্ড” যে হবে তা তারা কল্পনাও করতে পারেননি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর